আপনি কবে মারা যাচ্ছেন অথবা আর কতদিন বেঁচে থাকবেন !!!
আমি আপনদের কে এমন একটা সাইটের ঠিকানা দেব সেখানে আপনি নিজের কিছু তথ্য দিয়ে জেনে নিতে পারবেন কবে মারা যাচ্ছেন অথবা আর কতদিন বেঁচে থাকবেন। যদিও কতটা সত্য তা বলতে পারবনা! বা লেখককে দোষারোপ করতে পারবেন না।
উদাহরন-
আমি এই সাইটে একটু ঢু মেরেছিলাম সেখানে আমাকে জানানো হল-
আমি মারা যাব (মৃত্যু হবে) ২৩ জুলাই২০৫২ সালে
আমি তো নিজেই হতবাক! বিখ্যাত জ্যোতিষী হয়েছে নাকি? যাইহোক এখন আমার মত যাদের আগ্রহ বা কৌতুহল রয়েছে তারা নিম্নরুপ সাইটে ক্লিক করে একটু পরখ করে দেখতে পারেন-
সাইটের ঠিকানা – http://adf.ly/6NXd6 [ ক্লিক করার পর স্কিপ এড” এ ক্লিক করেন ]
এখানে সকল ফর্মে আপনার তথ্যাদি পূরন করুন। মেইল ঠিকানা দিন (এখানে মেইল হ্যাক হবার ভয় নাই)
পরিশেষে আপনার মেইলেই তথ্যাদি পেয়ে যাবেন।
পোষ্টের মন্তব্য-
এখানে উক্ত কাজটি করে কিন্তু কেউ বিশ্বাস করে ফেলেন না যে, আপনি সত্যি সত্যি মারাই যাবেন।
একজন মূসলমান হিসাবে এরুপ ভ্রান্ত ধারনা বিশ্বাস করা অত্যান্ত গোনাহমূখী ও শিরকের কাজ। কাজেই এই সকল গোমরামুখী তথ্য থেকে নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু আমাদের সৃষ্টি করেছেন মহান খোদা-তায়ালা। তার দয়ার বরকতেঅআমরা এই সুন্দর ধরণীতে এসেছি আবার তার ইশারাতেই নিদিষ্ট সময়েই চলে যেতে হবে যেটা আমাদের তকদীরে পূর্ব সময়ে লেখা আছে।
বিভিন্ন হাদীস শরীফের রেওয়াতে উল্লেখ আছে-“ পৃথিবীতে যদি কোন ব্যাক্তি সত্যিই জানত যে, তার মৃত্যু অমুক দিন ………. অমুক তারিখে হবে। তাহলে সে সত্যি সত্যিই পাগল হয়ে যেত, নাওয়া-খাওয়া দুনিয়াদারী কাজ সব কিছুই ভূলে যেত। “
এখানে যে সাইটি বর্ননা করে হয়েছে -তার তথ্যর কোন ভিত্তি নাই। মূল কথা একটি ফানী সাইট হিসাবে মনে করতে পারেন।
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
When I will die. Please inform me
I know when you will be die, আপনি আর iiiiiix দিন বেঁচে থাকবেন, নাওয়া-খাওয়া দুনিয়াদারী কাজ সব কিছুই ভূলে যান।