বিশ্বের সবচেয়ে বৃহৎ কোরআন!
এটি সমাপ্ত করতে ৫ বছর সময় লেগেছে এবং এখন তা প্রস্তুত। বিশ্বের সবচেয়ে বড় কোরআন উন্মোচন হলো আফগানিস্তানের কাবুলে।
ক্যালিগ্রাফার মোহাম্মদ সাব্বির খেদরি’র করা এই অসাধারণ, নজরকাড়া, সুকৌশলে সজ্জিত এই কোরআন হয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ। খেদরি রয়টারকে বলেন, ‘আমি যথাসম্ভব চেয়েছি আকর্ষণীয় রঙের লেখায় পবিত্র এই বইটিকে সাজিয়ে সুন্দর করে তুলতে’।
খেদরিকে সহযোগীতা করেছেন আরো ৯ জন ব্যক্তি। কোরআনটি রাখা হয়েছে বিশেষ করে তৈরী একটি কক্ষে যা কাবুলের কালচারাল সেন্টারে অবস্থিত। খেদরির এই বৃহৎ কোরআন ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত একটি এটলাস কেও ছোট করে দিয়েছে যার পরিমাপ দৈর্ঘ্যে ১.৭৮ মিটার আর প্রস্থে ১.০৫ মিটার। যদিও এটি বিশ্বের দীর্ঘতম বই হিসেবে নাম করতে পারেনি। দীর্ঘতম বইটি বার্মায় রয়েছে।
thank you
সুবাহান আল্লাহ। অনেক ভালো লাগলো ভাই। আপনাকে ধন্যবাদ।