আপনার কম্পিউটার থেকে যেকুনো website লক [এক্সেস বন্ধ ] করে দিন software ছাড়া-ই
আমরা ইচ্ছা করলে-ই আমাদের কম্পিউটার থেকে যেকুনো website এ access block করে দিতে পারি. এতে করে হাজার চেষ্টা করলেও যেসব website e access আপনি block করে দিয়েছেন সেগুলো তে আপনার কম্পিউটার থেকে ঢুকা সম্ভব না. আর এই কাজটি করতে কুন software এর প্রয়োজন নেই. আর এর জন্য প্রথমে C:\WINDOWS\system32\drivers\etc তে যেতে হবে. এখানে HOSTS নামের একটা ফাইল আছে. এটি notepad দিয়ে খুলতে হবে. এটি খোলার পর যেখানে 127.0.0.1 l লেখা আছে তার ঠিক নিচে 127.0.0.2 localhost লিখে স্পস দিয়ে যে site টি ব্লক করতে চান তার নামে লিখতে হবে. যেমন:
127.0.0.1 localhost
127.0.0.2 www.google.com
127.0.0.3 www.facebook.com
127.0.0.4 www.yahoo.com
এখানে আপনি যত site দিবেন 127.0.0. এর পর 1, 2, 3, 4, 5…… দিয়ে তার সিরিয়াল ঠিক রাখতে হবে.
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
Leave a comment