স্মার্টফোন ডিলাইট অফার Smartphone Delight offer
প্রিয়জন ও সারা বিশ্বের কাছে থাকতেই আপনার জন্য গ্রামীণফোন নিয়ে এলো আরও একটি দারুণ অফার! গ্রামীণফোন-এর বর্তমান ও নতুন স্মার্টফোন ব্যবহারকারীরা (শুধুমাত্র Android, Windows, Blackberry OS ও iOS ভিত্তিক স্মার্টফোন) ৫ মে ২০১২ তারিখ থেকে বিশেষ এই অফারে উপভোগ করতে পারছেন প্রতি মাসে ৩০০ মেগাবাইট করে পরপর ৩ মাসে মোট ৯০০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট। এছাড়া, এই অফারে পাচ্ছেন আরও সব অবিশ্বাস্য সুবিধা!
এই অফারটি পেতে আপনার বর্তমান বা নতুন স্মার্টফোন (উপরে বর্ণিত) থেকে 4724 ডায়াল করে রেজিস্টার করে নিন কোন চার্জ ছাড়াই!
এই অফারের উপযুক্ত স্মার্টফোন ব্যবহারকারীরা যেসব সুবিধা উপভোগ করতে পারবেন:
- ৭ দিনের মেয়াদে প্রতি মাসে ৩০০ মেগাবাইট করে ৩ মাসে মোট ৯০০ মেগাবাইট ফ্রি ডেটা!
- ৩ মাসের জন্য ফ্রি মিসড কল এলার্ট সার্ভিস!
- ৩ মাসের জন্য ফ্রি কল ব্লক সার্ভিস!
- ১৫ দিনের মেয়াদে প্রতি মাসে ৩০০ টি করে ৩ মাসে মোট ৯০০টি ফ্রি MMS
এছাড়াও, যেকোন গ্রামীণফোন গ্রাহক গ্রামীণফোন ও স্যামসাং-এর নির্ধারিত কিছু বিক্রয়কেন্দ্র থেকে স্যামসাং-এর গ্যালাক্সি পকেট হ্যান্ডসেটটি কিনতে পারবেন মাত্র ১২, ৯৯০ টাকায়!
গ্রামীণফোন-এর যেসব গ্রাহকের কাছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, তারা ক্রেডিট কার্ডের মাধ্যমেও এই হ্যান্ডসেটটি কিনতে পারবেন ইন্সটা-বাই (InstaBuy) সুবিধায় ৩ মাসের ৩ টি সহজ ইন্সটলমেন্টে। গ্রামীণফোন গ্রাহকরা একইভাবে যেকোন গ্রামীণফোন সেন্টার থেকে স্যামসাং-এর অন্যান্য কিছু নির্ধারিত হ্যান্ডসেট কিনতে পারবেন এই ইন্সটা-বাই (InstaBuy) সুবিধায় এবং এক্ষেত্রে ইন্সটলমেন্ট সুবিধা থাকবে ৩ থেকে ৬ মাস পর্যন্ত।
অফারের আরও বিস্তারিত নিচে উল্লেখ করা হলো:
- এছাড়া, গ্রামীণফোন-এর বর্তমান ও নতুন স্মার্টফোন ব্যবহারকারীরা (শুধুমাত্র Android, Windows, Blackberry OS ও iOS ভিত্তিক স্মার্টফোন) এই অফারে উপভোগ করতে পারছেন প্রতি মাসে ৩০০ মেগাবাইট করে পরপর ৩ মাসে মোট ৯০০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট ও মাসে ৩০০টি করে ৩ মাসে মোট ৯০০টি ফ্রি MMS। এছাড়াও পাচ্ছেন ৩ মাসের জন্য ফ্রি মিসড কল এলার্ট সার্ভিস ও ফ্রি কল ব্লক সার্ভিস!
- ৩ প্রতি মাসে ৩০০ মেগাবাইট ডেটার মেয়াদ থাকবে ৭দিন এবং প্রতি মাসে ৩০০টি MMS মেয়াদ থাকবে ১৫দিন।
- যেকোন গ্রামীণফোন গ্রাহক স্যামসাং-এর গ্যালাক্সি পকেট হ্যান্ডসেটটি কিনতে পারছেন মাত্র ১২, ৯৯০ টাকায় এবং ৩ মাসের ইন্সটলমেন্ট সুবিধায়! গ্রামীণফোন এর নির্ধারিত কিছু বিক্রয়কেন্দ্র এবং টিএমএল ও স্যামসাং-এর সকল বিক্রয়কেন্দ্র থেকে এই অফার চলা অবস্থায় এই হ্যান্ডসেটটি কেনা যাবে!
- প্রথম মাসে রেজিস্টার করার ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি সুবিধাগুলো পাওয়া যাবে। একইভাবে প্রতি মাসে প্রযোজ্য হ্যান্ডসেটটি ব্যবহার করা ও ন্যূনতম একটি ভয়েস কলের ভিত্তিতে দ্বিতীয় ও তৃতীয় মাসের ৭ম দিনে ফ্রি সুবিধা পাওয়া যাবে।
- এই অফারে রেজিস্ট্রেশনের সময় আপনি যদি গ্রামীণফোন-এর কোন ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করা অবস্থায় থাকেন, তবে অফারের ফ্রি ডেটা তাতে সংযুক্ত হবে এবং অতিরিক্ত মেয়াদও সেই অনুযায়ী প্রযোজ্য হবে।
- যদি আপনি রেজিস্ট্রেশনের সময় মিসড কল এলার্ট বা কল ব্লক সার্ভিস ব্যবহার করা অবস্থায় থাকেন, তবে দ্বিতীয় মাস থেকে আপনি পরপর ২ মাস এই ফ্রি অফার উপভোগ করতে পারবেন।
- মেয়াদের আগেই যদি নির্ধারিত ৩০০ মেগাবাইট ডেটা শেষ হয়ে যায়, তবে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ০.০১টাকা/১০ কিলোবাইট হারে চার্জ প্রযোজ্য হবে।
- যেকোন সময় অবশিষ্ট ডেটার ব্যালেন্স জানতে ডায়াল করুন *500*60# (কোন চার্জ লাগবে না)।
- আর অবশিষ্ট MMS -এর সংখ্যা জানতে প্রিপেইড গ্রাহকগণ ডায়াল করুন *566*14# এবং পোস্টপেইড গ্রাহকগণ KMMS লিখে SMS করুন 4777 নম্বরে (কোন চার্জ লাগবে না)।
- তবে বর্তমানে P2 ও P3 প্যাকেজ (আনলিমিটেড ডেটা প্যাক) ব্যবহারকারী গ্রাহকগণের পক্ষে এই অফারের ফ্রি ডেটা সুবিধা পাওয়া সম্ভব হবে না।
- স্যামসাং স্মার্টফোনের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ারেন্টি সংযুক্ত হ্যান্ডসেটে এ অফার প্রযোজ্য হবে।
- পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে।
Leave a comment