স্যাটেলাইট বসাচ্ছে হ্যাকাররা !!!
হ্যাকাররা পরিকল্পনা করছে মহাকাশে নিজেদের স্যাটেলাইট বসানোর। নিজেদের যোগাযোগ সহজ করতে আর ইন্টারনেট সেন্সরশীপ এড়াতে তারা এই পরিকল্পনা করেছে। বার্লিনে অনুষ্ঠিত এক সম্মেলনে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে।
খুব কম বাজেটের এই স্যাটেলাইটটি তৈরী হবে ছোট আকারের। আর সংযোগ থাকবে গ্লোব্যাল গ্রিডের। তবে হ্যাকাররা একে অলাভজনক হিসেবে উল্ল্যেখ করেছে।
এ বিষয়ে জার্মানভিত্তিক ক্যাওস কম্পিউটার ল্যাবের মুখপাত্র নিক ফার জানান, আগামী আগস্টে এ প্রকল্পে সর্বসাধারণের অংশগ্রহণের আহ্বান জানানো হবে। এ স্যাটেলাইটের মাধ্যমে টেরিস্ট্রিয়াল নেটওয়ার্কও নিয়ন্ত্রণ সম্ভব হবে। যদিও এ প্রকল্প বন্ধের জন্য তোড়জোড় শুরু হয়েছে।
ইউনিভার্সিটি অব সুরের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এলান উডওয়ার্ড জানান, অপেশাদারভাবে লো-আর্থ-অরবিট স্যাটেলাইট করা যায় না। প্রতি ৯০ মিনিট পরপর এতে গোলযোগ দেখা দেবে।
Leave a comment