• hi

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2012

hi

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, ৬ অক্টোবর এ-১, এ-২, এ-৩ ওএ-৪ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ অক্টোবর হবে এ-৫, এ-৬, এ-৭ ও বিইউনিটের, ৮ অক্টোবর সি-১, সি-২, ই এবং এইচ ইউনিটের ও ৯ অক্টোবর ডি, এফ-১, এফ-২ ও জি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে। যা চলবে ১৭ সেপ্টেম্বর রাত পর্যন্ত। মোবাইল অপারেটর টেলিটক থেকে এসএমএস করে এ আবেদন করতে পারবেন যোগ্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরসূত্রে জানা গেছে, ২০০৭, ২০০৮, ২০০৯ ও২০১০ সালে এসএসসি বা সমমান এবং ২০১১ও ২০১২ সালে এইচএসসি বা সমমান, আলিম,ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার টেকনোলজি), ডিপ্লোমা ইন এগ্রিকালচার, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল), ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণরা এবার ভর্তির জন্য আবেদনকরতে পারবেন। মানবিক শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৭ থাকতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের উভয় পরীক্ষা মিলে থাকতে হবে জিপিএ-৮.৫০। বাণিজ্য শাখাথেকে উত্তীর্ণ আবেদনকারীদের থাকতে হবে জিপিএ-৮। আবেদন করার নিয়ম : টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে RU লিখে স্পেস দিয়ে এইচএসসি শিক্ষাবোর্ডের ইংরেজি নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস এইচএসসি পাসের সাল লিখে স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস এসএসসি পাসেরসাল লিখে স্পেস এরপর কাঙ্ক্ষিত ইউনিটের কোডটি লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসটি পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। এজন্য প্রথমে RU স্পেস YES স্পেস টেলিটক প্রদত্ত পিন লিখে স্পেস আবেদনকারীর যোগাযোগের জন্য নিজের ব্যবহৃত যেকোনো অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আবেদনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের৩জন শিক্ষক সার্বিক সহায়তা দেবেন। তাদের মোবাইল নম্বর হলো ০১৫৫৫৫৫৫০১৭, ০১৫৫৫৫৫৫০১৮ ও ০১৫৫৫৫৫৫০১৯।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার ফি: এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন ইউনিটের পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে। এসএমএসের মাধ্যমে ১০ শতাংশ সার্ভিস চার্জসহ এ ফি কেটে নেওয়া হবে। কলা অনুষদের এ-১, এ-২, এ-৫, এ-৬ ও এ-৭ ইউনিটের জন্য ২শ ২০ টাকা , এ-৩ ইউনিটের জন্য ৩শ ৩০ টাকা এবং এ-৪ ইউনিটের জন্য ২শ ৭৫ টাকা ফি নেওয়া হবে। আইন অনুষদের বি ইউনিটের জন্য ২শ ২০ টাকা ফি নেওয়া হবে। বিজ্ঞান অনুষদের সি-১ ইউনিটের জন্য ৩শ ৩০ টাকা এবং সি-২ ইউনিটের জন্য ৪শ ৪০ টাকা ফি নেওয়া হবে। বিজনেস স্টাডিজের ডি ইউনিটের জন্য ৩শ ৮৫ টাকা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ই ইউনিটের জন্য ৬শ ৬০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। জীব ওভূ-বিজ্ঞান অনুষদের এফ-১ ইউনিটের জন্য ২শ ৭৫ টাকা ও এফ-২ ইউনিটের জন্য৩শ ৩০ টাকা দিতে হবে। কৃষি অনুষদের জি ইউনিট এবং প্রকৌশল অনুষদের এইচ ইউনিটের জন্য ৪শ ৪০ টাকা করে ফি গুণতে হবে আবেদনকারীদের।

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
ইন্টারনেটের কিছু সাংকেতিক বার্তার অর্থ

512 Bad Gateway : ওই Website যে সার্ভারে রাখা আছে তা প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল । ডাউনস্ট্রিমে ত্রুটি পূর্ণ...

Close