অনেক জল্পনা-কল্পনার পর অভিষেক-ঐশ্বর্য কন্যার নাম আরাধ্য বচ্চন
hi
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের কন্যার নাম চূড়ান্ত হয়েছে। পরিবারের সবার সম্মতিতে তার নাম রাখা হয়েছে ‘আরাধ্য বচ্চন’। দু’দিন আগেই নামটি নিবন্ধন করাও হয়েছে। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের এ নাতনীর নাম নির্বাচন নিয়ে চার মাস ধরেই অনেক আলোচনা চলে আসছিলো। গত বছরের ১৬ই নভেম্বর জন্ম হয় শিশুটির। কিন্তু সুন্দর একটি নাম রাখার জন্যই এতোটা অপেক্ষ করা হয়েছে। এ সময়টায় তাকে সবাই বেটি বি বলেই সম্বোধন করেছেন। অবশেষে আরাধ্য নামটি পাকাপাকি করা হয়েছে ।
Leave a comment