দাম্পত্যে ইতি টানলেন ন্যান্সি !!!
ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আজ ২৪ মে বৃহস্পতিবার সকালে ন্যান্সি বিবাহ-বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন। দৈনিক প্রথম আলো সর্বপ্রথম খবরটি বাজারে ছাড়ে। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার ছয় বছরের সংসার। সংসারজীবনে মতের অমিলের কারণেই সম্প্রতি সৌরভের সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সেটা একেবারেই পারিবারিকভাবে এবং দুজনের সমঝোতার মাধ্যমেই হয়েছে। একসঙ্গে সংসার করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে বেশ কিছু ভুল বোঝাবুঝির তৈরি হয়। যার পরিপ্রেক্ষিতে উভয়ের পারিবারিক হস্তক্ষেপে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।’
বিবাহ-বিচ্ছেদের পর এখন নিজেকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন—এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, ‘দেশ-বিদেশের সবাই আমাকে একজন কণ্ঠশিল্পী হিসেবে চেনে। তবে আমি কিন্তু কখনোই গান-বাজনাকে পেশা হিসেবে মনে করিনি। এটা আমার কাছে অন্য রকম সাধনার একটা বিষয়। তাই যত দিন শ্রোতারা আমার কণ্ঠে গান শুনতে চাইবেন, তত দিন গান করে যাব। চেষ্টা করব, শ্রোতাদের পছন্দ অনুযায়ী ভালো ভালো গান উপহার দেওয়ার।’
তিনি বলেন, ‘আমি মনে করি, ব্যক্তি ন্যান্সি ও শিল্পী ন্যান্সি দুজনেই কিন্তু আলাদা। ব্যক্তি ন্যান্সি আর দশজন সাধারণ মানুষের মতোই। তার জীবনেও সংকট থাকতে পারে। আমার বিশ্বাস, শ্রোতারা ব্যক্তি ন্যান্সির জীবনের-সমস্যাকে বিশেষভাবে গুরুত্বের সঙ্গে না দেখে গান নিয়েই বেশি ভাববেন।উল্লেখ্য, ২০০৫ সালে ‘হূদয়ের কথা’ ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যান্সির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তাঁর। পরের বছরে ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যান্সি। সে বছরের ২১ জানুয়ারি ভালোবেসে বিয়ে করেন ন্যান্সি ও সৌরভ। এর পরের বছর অসংখ্য জনপ্রিয় গানের গায়িকা ন্যান্সি ও সৌরভের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান রোদেলা। তার বয়স এখন পাঁচ।
২০০৯ সালে বাজারে আসে ন্যান্সির একক গানের অ্যালবাম ‘ভালোবাসা অধরা’। এ বছরের পয়লা বৈশাখে বাজারে আসে ন্যান্সির সর্বশেষ একক অ্যালবাম ‘রঙ’। এ অ্যালবামের সবকটি গানের সুর ও সংগীত করেন হাবিব ওয়াহিদ।
প্রসঙ্গত, ২০১১ সালের মেরিল-প্রথম আলো তারকা জরিপে ‘পাগল তোর জন্য’ গানটির কণ্ঠশিল্পী হিসেবে সেরা গায়িকার পুরস্কার জেতেন ন্যান্সি। এর আগে ২০১০ সালেও ন্যান্সি মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন।
তবে ফেসবুকে মানুষ ন্যান্সির এই সিদ্ধান্তকে স্বাগন জানায়নি। তার একজন ভক্ত নিজের হতাশাকে প্রকাশ করেছেন এভাবে –
আমি প্রচন্ড শকড। ন্যান্সিকে সত্যি অসাধারন লাগতো চমতকার ব্যক্তিত্বের কারনে। কিন্তু সেখানেও যখন আঘাত তখন এই সেক্টরের শেষ বিশ্বাসও চলে গেল।
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই Comment অথবা Like দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
মাত্র ৬বছরে বিবাহ বিচ্ছেদ! দুনিয়াটা রসাতলে যাচ্ছে আরকি।
এটা সাধারণ ঘটনা। এমন না হলে আর কি হবে!
media manei songsare jhamela…
বাংলাদেশের জন্য বিশেষ করে মিডিয়াতে জারা কাজ করেন তাদের জন্য ২ থেকে ৩ টা বিয়ে বাঙ্গা নতুন জামা আর পুরাতন জামার ছেয়ে বেশি কিছু মনে হই না (পুরান জামা ফেলে নতুন জামা পরেছে আমনি মনে হই ) এইটাতে অবাক হবার কিছু নেই