পুরুষের যৌন দূর্বলতা এবং তার চিকিৎসা
পরিণত বয়সের নারী-পুরুষ অনেকের কাছে যে সমস্যা অনেক সময় প্রকট হয়ে উঠে তা হলো যৌন দূর্বলতা, যার কারণে অনেক সময়ই দম্পতি মানসিক অশান্তিতে ভোগেন। অনেক অবিবাহিত এমনকি যৌন ক্রিয়ায় অংশ গ্রহন করেনি এমন অনেকেও কিন্ত এই সমস্যা নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হন।
আসলে আমাদের সমাজে অধিকাংশ মানুষেরই এ বিষয়ে সংকোচ বেশি থাকার কারণে প্রকৃত তথ্য থেকে অনেকে বঞ্চিত হন, তেমনি অনেক অপসংস্কার বা কুসংস্কার এই দূর্বলতার কারণে সমাজে বাসা বেধে আছে। যৌন দূর্বলতায় নারী বা পুরুষ উভয়েই আক্রান্ত হতে পারে তবে যৌন কার্যে নারীর ভূমিকা অনেক খানি পরোক্ষ বিধায় পুরুষকেই এই সমস্যা নিয়ে বেশী উদবিগ্ন হতে দেখা দেয়।
নারী পুরুষ মিলিয়ে এ ধরণের রোগির সংখ্যা শতকরা ১০ থেকে ২০ শতাংশ। একটু ভেবে দেখলে বোঝা যাবে এটা মোটেই ফেলে দেবার মতো কোনো সংখ্যা নয়।
বিজ্ঞাপন হরনি গোট উইড – দাম্পত্য সুখের জন্যপ্রথমে পুরুষের ব্যধি নিয়ে আলাপ করা যাক। এজন্য প্রথমেই জেনে নিতে হবে একজন পুরুষের যৌন বিষয়ক শারীরবৃত্তীয় কাজ গুলো কি কি।
১- যৌন ইচ্ছা (Libido-লিবিডো) বা সেক্সুয়াল ডিজায়ার থাকা।
২- লিঙ্গত্থান বা ইরেকশন (Irection) হওয়া, যা পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি পাবার কারনে হয়।
৩-পুরুষাঙ্গ দিয়ে ধাতু (semen-সিমেন) নির্গমন (Ejaculation)।
এর সাথে সংশ্লিষ্ট আরেকটি term ও জেনে নেয়া যেতে পারে আর তা হলো Detumescence বা পুরুষাঙ্গের শিথিলতা। এসব কিছুর মধ্যে পুরুষের লিঙ্গ উত্থানে সমস্যা বা ইরেকটাইল ডিজফাংশন টিই প্রকট সমস্যা হিসেবে চিহ্নিত।এই সমস্যাটি নানাবিধ কারনে হতে পারে।এর বড় একটা কারন হলো মনস্তাত্বিক, এছাড়া কিছু হরমোনের অভাব অথবা মস্তিস্কের রোগের কারনেও এমনটি হতে পারে।
পুরুষাঙ্গের ধমনি (রক্তনালী)সরু হয়ে যাওয়া কিংবা শিরার যথেষ্ট পরিমাণ রক্ত ধারণ করতে না পারাটাও এমন সমস্যার জন্ম দেয়। কারন গুলোকে ঠিকভাবে চিহ্নিত করলে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে
১. বার্ধক্যঃ আসলে বয়স বাড়াটা লিঙ্গোত্থানের ব্যর্থতার কোনো সমস্যা নয়, বরং বয়স বাড়ার সাথে সাথে শারীরবৃত্তীয় এবং মানসিক যেসব পরিবর্তন হয় তা অনেক সময় এতে প্রভাব ফেলে।
২. কিছু কিছু রোগের কারনে পুরুষের এমন সমস্যা হতে পারে যেমন- ডায়াবেটিস হওয়া, স্থুলতা, অন্য এন্ডোক্রাইন বা হরমোনের সমস্যা দেখা দেয়া, প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হওয়া ইত্যাদি।
৩. ধুমপানঃ ধুমপান একদম প্রত্যক্ষ ভাবে লিঙ্গত্থান ব্যর্থ হবার একটি বড় কারন।
৪. অসুধঃ কিছু কিছু অসুধ আছে যা পুরুষের অমন ক্ষমতা কমিয়ে দেয়, এর মধ্যে আছে মানসিক রোগের অসুধ, কিছু স্টেরয়েড, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের অসুধ, নেশা উদ্রেককারী অসুধ যেমন কোকেন, গাজা, অধিকমাত্রায় এলকোহল সেবন ইত্যাদি।
৫. মেরুদন্ডের অভ্যন্তরে যে মজ্জা থাকে (spinal cord) তাতে আঘাত পেলে কিংবা তা রোগাক্রান্ত হলেও এমন সমস্যা দেখা দেয়।
৬. পুরুষাঙ্গের নিকটবর্তী স্থানে রেডিওথেরাপী দিলেও এমন সমস্যা হতে পারে।
৭. এছাড়া ডিপ্রেসন, এঙ্গার কিংবা বিভিন্ন মানসিক চাপ বা উত্তেজনার কারনেও লিঙ্গোত্থানে সমস্যা দেখা দেয়।
চিকিৎসাঃ যৌন দূর্বলতার চিকিৎসা নির্ভর করে রোগের কারণের উপড়। পুরুষাঙ্গের উত্থানের সমস্যা যদি কোনো নির্দিষ্ট রোগের কারনে হয় তা হলে অবশ্যই ঐ রোগের চিকিৎসা করাতে হবে। তবে সচরাচর এই রোগের জন্য কিছু অসুধ ব্যবহৃত হয় তার একটি হলো সিলডেনাফিল (sildenafil) যা অনেকের কাছেই ভায়াগ্রা নামে পরিচিত। এছাড়া এনড্রোজেন জাতীয় হরমোন এবং পুরুষাঙ্গের অভ্যন্তরীস্থ মূত্রনালীতে প্রয়োগ করা হয় এমন কিছু অসুধ ও রয়েছে। অপারেশনের মাধ্যমে পুরুষাঙ্গে বিভিন্ন ধরনের প্রসথেসিস (prosthesis) স্থাপন করেও এই সমস্যা থেকে স্থায়ী পরিত্রান পাওয়া যায়। ইউরোলজিষ্ট সার্জন গন এই প্রসথেসিস লাগিয়ে থাকেন। পুরুষাঙ্গের উত্থানের সমস্যা বলতে অনেকে আবার দ্রুত বীর্য স্খলন কেও বুঝে থাকেন। একে বলা হয় প্রিম্যাচিউর ইজাকুলেশন (premature ejaculation)। এটি ভিন্ন একটি সমস্যা আর এর চিকিৎসাও ভিন্ন রকম।
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
পরুষাঙ্গ লাম্বা করা যায় কি ভাবে
ভাই, খুব ভাল লাগল আপনার পোস্ট ।
আমার লিঙ্গের আগা মোটা গোড়া সামান্য চিকন। কিন্তু আমার দিক থেকে ডান দিকে বাঁকা। এর কোনো চিকিৎসা আছে কি?
সমস্যা থাকলে সমাধান আছে ।
আমি আপনার সমস্যার কথা পড়েছি ।
আরও কিছু তথ্য লাগবে ।
ফোন করুন : +8801951 53 53 53
( বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা )
ডাঃ মোঃ শামীম তালুকদার
আমি সামান্য উত্তেজিত হলেই আমার যৌনরস বের হয় এবং প্রস্রাব দুই নল হয়ে বের হয়। আমার এই সমস্যার সমাধানে আমি কি করতে পারি। দয়া করে জানালে খুব উপকৃত হব।
সমস্যা থাকলে সমাধান আছে ।
আমি আপনার সমস্যার কথা পড়েছি ।
আরও কিছু তথ্য লাগবে ।
ফোন করুন : +8801951 53 53 53
( বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা )
ডাঃ মোঃ শামীম তালুকদার
ভাই, খুব ভাল লাগল।
thanks
আমার মাজে মাজে বীর্য ২-৩ফোটা বের হয়
কেনো এটা কি কোনো সমস্যা
আমার পরিচয় টা গ্রপন রাগবেন প্লিস
সমস্যা থাকলে সমাধান আছে ।
আমি আপনার সমস্যার কথা পড়েছি ।
আরও কিছু তথ্য লাগবে ।
ফোন করুন : +8801951 53 53 53
( বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা )
ডাঃ মোঃ শামীম তালুকদার
Amar age akhon 22 Amar khub besi sapnodos hoto (5-6) chara hoto tar jonno ami hand use kora start Kori …akhon Amar lingo stand hochhena onk chesta korchi but kono vabe stand ho66ena ..er Ki somadhan ache thakle bolben plz..apni Amai email more bolben plz farukvivek@gmail.com
সমস্যা থাকলে সমাধান আছে ।
আমি আপনার সমস্যার কথা পড়েছি ।
আরও কিছু তথ্য লাগবে ।
ফোন করুন : +8801951 53 53 53
( বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা )
ডাঃ মোঃ শামীম তালুকদার
দুটি বৃক্কের থেকে একটি বড় হয়ে নিছের দিকে ঝুলে গেলে কি করতে হবে
সমস্যা থাকলে সমাধান আছে ।
আমি আপনার সমস্যার কথা পড়েছি ।
আরও কিছু তথ্য লাগবে ।
ফোন করুন : +8801951 53 53 53
( বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা )
ডাঃ মোঃ শামীম তালুকদার
আপনার সাজেশন সঠিক আছে তবে ভেজাল খাবার এর জন্য দায়ী ।
আমি যৌন মিলনে আক্ষম।যৌন আকাঙ্ক্ষা নেয়।আমি বিবাহিত।স্ত্রীকে ত্রিপ্তি দিতে পারিনা। অনেক হারবাল ও হোমিও চিকিৎসা কুরিয়েছি। ফল পাইনা। কি করতে পারি দয়া করে যানাবেন। ক্রিতজ্ঞ থাকব
সমস্যা থাকলে সমাধান আছে ।
আমি আপনার সমস্যার কথা পড়েছি ।
আরও কিছু তথ্য লাগবে ।
ফোন করুন : +8801951 53 53 53
( বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা )
ডাঃ মোঃ শামীম তালুকদার
asola amer panis ta aktu coto…ar ager dik ta mota but gorer dikta oneak patla …bia korta hoba but panis coto ai tenson a korta parce na ..panis boro korer kono upai takla plz janaben
লিঙ্গের আকার কি পরিবর্তন করা যায় ? আকাঙ্খা – বাস্তবতা – করনীয়। http://www.homeopathybd.com/linger-akar-poriborton/