• hi

মানুষের চামড়ায় বাঁধানো বই!

hi

মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা ৩০০ বছরের পুরনো একটি বই পাওয়া গেছে উত্তর ইংল্যান্ডের লিওসে।

ভীতিকর চেহারার এ বইটি পাওয়া যায় সেখানকার এক রাস্তায়।

পুলিশ জানায়, মানুষের চামড়ায় বাঁধানো বইটির ভেতরে পৃষ্ঠাগুলোতে কালো কালির হাতের লেখা রয়েছে, যা সম্ভবত সতের শতকে লেখা।

পুলিশ মনে করছে, ডাকাতি করে পালানোর সময় ডাকাতরা বইটি রাস্তায় ফেলে যায়।

পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বইটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করছেন।

তাদের ধারণা, ওই এলাকারই কোন বাড়ি থেকে বইটি চুরি করা হয়েছে।

বইটির বিষয়বস্তুর বেশির ভাগই ফরাসি ভাষায় লেখা।

উল্লেখ্য, ফরাসি বিপ্লবের সময় এমন অনেক বই-ই বেরিয়েছে যেগুলো এ বইটির মতোই মানুষের চামড়া দিয়ে বাঁধানো।

সতের থেকে উনিশ শতকের মধ্যে কখনও কখনও বই বাঁধাই করতে এ নৃশংস পদ্ধতি কাজে লাগানো হতো, যা অ্যামফেন্সান্ডারসিক নামে পরিচিত।

 


1 Comment on মানুষের চামড়ায় বাঁধানো বই!

  1. ভয়ংকর ব্যাপার।

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
টনসিল অপারেশন : রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না

শিশু কিংবা বয়স্ক, যে কারও টনসিল অপারেশনের উপদেশ দেওয়া হলে রোগী কিংবা রোগীর পক্ষ থেকে প্রথমেই প্রশ্ন ওঠে—অপারেশন করলে রোগীর...

Close