• hi

চেক করে নিন আপনার শখের LCD/LED মনিটরের পিক্সেল ঠিক আছে কিনা!

hi

আজকাল কম্পিউটার মানেই LCD বা LED মনিটর। বিশাল দেহ বিশিষ্ট CRT মনিটর কেউ কিনে না বললেই চলে। তো আপনি যে LCD মনিটর কিনছেন তা কি ঠিক আছে? ডেড পিক্সেল আছে কিনা নিশ্চিত হচ্ছেন কি করে?

বা কারও কাছ থেকে পুরাতন LCD মনিটর কিনার সময় মনিটর ঠিক আছে কিনা তা চেক করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিভাবে চেক করবেন? সেটা জানানোর জন্যই আমার এই পোস্ট।

IsMyLcdOK নামের অসাধারণ সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার মনিটর ঠিক আছে কিনা। ছোট এই ফ্রি সফটওয়্যারের মাধ্যমে চেক করতে পারবেন ডেড পিক্সেল,স্টাক পিক্সেল বা ক্ষতিগ্রস্ত পিক্সেল আছে কিনা।

কেমন হতে পারে ডেড পিক্সেল?

যেভাবে চেক করবেন:

প্রথমে সফটওয়্যার রান করুন। নিচের মতো দেখতে পাবেন।

তারপর সিরিয়ালে 1,2,3 চেপে White test, Black test, Red test ইত্যাদি পরীক্ষা করতে পারবেন। যদি চান অটোমেটিক সব টেস্ট হোক তাহলে F5 চেপে ENTER চাপুন। তাহলে একে একে সব টেস্ট দেখতে পারবেন।

ডেড পিক্সেল না থাকলেতো ভালই।

এই সফটওয়্যার শুধু চেক করবে কিন্তু ঠিক করতে পারবে না। এখন কথা হলো ডেড পিক্সেল ঠিক করার উপায় কি? হ্যাঁ উপায় আছে। তবে সেটা নিয়ে না হয় অন্য আরেক দিন বলবো।
ডাউনলোডঃ

IsMyLcdOK 1.31 (32 বিট)

IsMyLcdOK 1.31 (64 বিট)

সাইজ মাত্র ৯ কেবি। ইন্সটলের কোন প্রয়োজন নেই।

আশা করি আপনাদের কাজে লেগেছে।
ধন্যবাদ সবাইকে।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
HSC/ALIM – এইচ এস সি 2012 এর পরীক্ষার রেজাল্ট HSC RESULT 2012

আজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (H.S.C) ও সমমানের পরীক্ষার ফল   একযোগে প্রকাশ করা হবে । ইন্টারনেটে http://www.educationboardresults.gov.bd/ এই সাইটে প্রকাশ...

Close