আপনার ল্যাপটপের ব্যাটারিকে দীর্ঘায়ু করুন, সাথে বাঁচান বিদ্যুতের খরচ [BatteryCare]
আমাদের অনেকেই এখন ল্যাপটপ ব্যবহার করে অভ্যস্থ। যারা ঘরে বাইরে কাজ করেন, তাদের জন্য ল্যাপটপের বিকল্প নেই। ল্যাপটপের ব্যাটারি ঠিক রাখাটা জরুরি। বিশেষ করে বাংলাদেশে যেহারে লোডশেডিং বাড়ছে, ব্যাটারির চার্জ চলে গেলো নাকি এই ভয়ে থাকা লাগেই।

১) কারেন্ট চলে গেলে নিজে থেকে power management plan চালু করবে যেন ব্যাটারির চার্জ বেশি সময় থাকে
২) কারেন্ট চলে এলে নিজে থেকে আবার অন্য plan এ চলে যাবে যেন performance পুরোটাই দিতে পারে।
৩) আপনাকে নোটিশ দিতে পারবে কম চার্জ হলে
৪) খুটিনাটি তথ্য দেখানো, যেমন-
-
ব্যাটারির মডেল
- ব্যাটারির ধারণ ক্ষমতা কি পরিমাণ থাকার কথা এবং বর্তমানে কি অবস্থা
- discharge এর ব্যাপারে তথ্য
- কিভাবে ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখা যায় তার ব্যাপারে বিশদ আলোচনার লিংক
এর মাঝে প্রথম দুইটা আমার সবচাইতে বেশি পছন্দের। আগে অনেকসময় কারেন্ট চলে গেলে টের পেতাম না, power management plan ও পাল্টানো হতো না যে ব্যাটারি বাঁচাবো। এটা ব্যবহার করে এখন কারেন্ট চলে যাক আর থাকুক, ব্যাটারি নিয়ে চিন্তা করা লাগে না। ওটা BatteryCare ই করবে 🙂
ডাউনলোড লিংক
http://adf.ly/7ZCzv এই ওয়েবসাইটে প্রবেশ করেন [ প্রবেশ করার পর স্কিপ এড” এ ক্লিক করেন ]
Darun kajer post likhechen, thanks.
Welcome