• hi

আপনার ল্যাপটপের ব্যাটারিকে দীর্ঘায়ু করুন, সাথে বাঁচান বিদ্যুতের খরচ [BatteryCare]

hi

আমাদের অনেকেই এখন ল্যাপটপ ব্যবহার করে অভ্যস্থ। যারা ঘরে বাইরে কাজ করেন, তাদের জন্য ল্যাপটপের বিকল্প নেই। ল্যাপটপের ব্যাটারি ঠিক রাখাটা জরুরি। বিশেষ করে বাংলাদেশে যেহারে লোডশেডিং বাড়ছে, ব্যাটারির চার্জ চলে গেলো নাকি এই ভয়ে থাকা লাগেই।

কোথাও গুরুত্বপূর্ণ মেইল করছেন বা প্রেসেন্টেশন করছেন আর ঠাস করে চার্জ শেষ – এমন হলে তো বিপদ।
কাজেই কিছু সফটওয়্যার আছে যার কাজ হলো আপনার ল্যাপটপের ব্যাটারিবাবার অবস্থা কেমন, চার্জ কদ্দুর আছে, কতখানি চার্জ রাখতে পারার কথা আর কতখানি এখন রাখতে পারে, কি করলে ব্যাটারি খরচ কম হবে তা বলে দিতে পারে।
এমনই একটা সফটওয়্যার হলো  BatteryCare হাতে গোনা কয়েকটা মাত্র সফটওয়্যার আমাকে প্রথম দেখাতে মুগ্ধ করে ফেলেছে, যার একটা হলো এটা। Windows এর এই ফ্রি সফটওয়্যারটির সাইজ মাত্র ১.১ মেগাবাইট।
ইন্সটল করে চালু করা মাত্র এটা আপনার System Tray তে যায়গা করে নিবে। এর সুবিধাগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেয়া যাক-

১) কারেন্ট চলে গেলে নিজে থেকে power management plan চালু করবে যেন ব্যাটারির চার্জ বেশি সময় থাকে
২) কারেন্ট চলে এলে নিজে থেকে আবার অন্য plan এ চলে যাবে যেন performance পুরোটাই দিতে পারে।
৩) আপনাকে নোটিশ দিতে পারবে কম চার্জ  হলে
৪) খুটিনাটি তথ্য দেখানো, যেমন-

  •  ব্যাটারির মডেল
  • ব্যাটারির ধারণ ক্ষমতা কি পরিমাণ থাকার কথা এবং বর্তমানে কি অবস্থা
  • discharge এর ব্যাপারে তথ্য
  •  কিভাবে ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখা যায় তার ব্যাপারে বিশদ আলোচনার লিংক
৫) কারেন্ট চলে গেলে কিছু Windows Service পিছনে বসে আকাজ করে আর ব্যাটারি খায়। সেগুলা অফ করে দেয়া সহ আরো অনেক কিছু!

এর মাঝে প্রথম দুইটা আমার সবচাইতে বেশি পছন্দের। আগে অনেকসময় কারেন্ট চলে গেলে টের পেতাম না, power management plan ও পাল্টানো হতো না যে ব্যাটারি বাঁচাবো। এটা ব্যবহার করে এখন কারেন্ট চলে যাক আর থাকুক, ব্যাটারি নিয়ে চিন্তা করা লাগে না। ওটা BatteryCare ই করবে 🙂

ডাউনলোড লিংক

http://adf.ly/7ZCzv   এই ওয়েবসাইটে প্রবেশ করেন    [  প্রবেশ করার পর স্কিপ এড” এ ক্লিক করেন ]


2 Comments on আপনার ল্যাপটপের ব্যাটারিকে দীর্ঘায়ু করুন, সাথে বাঁচান বিদ্যুতের খরচ [BatteryCare]

  1. Darun kajer post likhechen, thanks.

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
এক সিপিইউতে চলবে ৪০টি কস্পিউটার

দেশের বাজারে প্রথমবারের মতো নেটওয়ার্কিং পণ্য সান্ডি বাজারে নিয়ে এসেছে এ পণ্যের পরিবেশক নেক্সিম। এ ডিভাইসের মাধ্যমে প্রতিটি কম্পিউটারে আলাদা...

Close