• hi

কান, গলার ইনফেকশন প্রতিরোধে মায়ের চুমু !

hi

জন্মানোর পরই মায়ের কাছ থেকে সব সন্তান প্রথম পায় উষ্ণ আদর। মায়ের চুমু সদ্যজাত সন্তানের প্রতিষেধক হিসেবে কাজ করে। গলা ও কানের ইনফেকশন রোধ হয় মায়ের প্রথম চুমুতে। এ প্রথম নিউজিল্যান্ডের এক গবেষণা থেকে এমনটি জানা গেছে।

ইউনিভার্সিটি অফ ওটাগোর গবেষকরা জানিয়েছেন, মায়ের চুমু থেকে সন্তানের গায়ে স্ট্রেপ্টোকক্কাস কে-১২ নামে একটি ব্যাকটেরিয়া চলে যায়।

তারা জানায়, সন্তান জন্মানোর এক মাস আগ থেকে মায়ের মুখে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে থাকে যা কিনা কান ও গলার ইনফেকশন এর প্রতিষেধক হিসেবে কাজ করে।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
কিডনি নষ্ট করে দিতে পারে কামরাঙ্গা

বিভিন্ন মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় জানা গেছে কামরাঙ্গা ফলের রস খেলে কিডনি বিকল হয়ে যেতে পারে। দেশীয় সুস্বাদু ফল কামরাঙ্গার...

Close