বাংলাদেশ ইন্টারনেট চুরি
বাংলাদেশ সাবমেরিন ক্যবল কম্পানীর সিমিউই-৪ এর কক্সবাজার সংযোগে ১৬৪ জিবিপিএস ব্যান্ডউইথ আছে এবং যার ৭ ভাগের এক ভাগ অর্থাৎ ২২ জিবিপিএস আমরা সারাদেশ ব্যবহার করছি। তথ্যটি বিএসসিসিএল ডটকম ডটবিডি সাইটে ভেরিফাই করতে পারেন। ওখানে সরকারের তিন বছরের এ্যাচিভম্যান্ট বাটনে প্রেস রিলিজে আছে। ইউটিউবে Bangladesh Upgraded 164 Gbps BW সার্চ দিয়ে দেখুন টেলিযোগাযোগ মন্ত্রী বলছে গত অক্টবরে বাংলাদেশ ১৬৪.৪ জিবিপিএস এ আপগ্রেড করেছে (যা ডিসেম্বর ২০০৯ এ হওয়ার কথা ছিল)
দেশটি সব সময়ই জনগণের টাকায় কেনা ব্যান্ডউইথের বিপুল পরিমান সব সময় অব্যবহৃত রেখে দেশের অপরিমেয় ক্ষতি করছে। ব্যান্ডউইথ সংরক্ষন করার বস্তু না, গ্রামীনের পি২ প্যাকেজ নিয়ে আপনি ব্যবহার না করলেও যেমন মাস শেষে থাকবে না, তেমনি ১৬৪ জিবিপিএস এর ২২ জিবিপিএস ব্যবহার করলেও বাকিটুকু আমরা সঞ্চয় করতে পারি না। এখন এই মুহুর্তে সিঙ্গাপুরে ফল্টের পরও যদি বাকি ৬ গুন ব্যান্ডউইথ নেটে ছেড়ে দেয়া হয় তাহলে আপনার বর্তমান গতি ৬ গুন বেড়ে যাবে, সিম্পল হিসাব। বিশ্বে কোথাও ব্যান্ডউইথ অব্যবহৃত রাখার ইডিয়ট নীতি কখনও করা হয় না, কোন প্রয়োজনই নেই।
অথচ দেখুন বাংলাদেশের একটি মাত্র সাবমেরিন ক্যাবল যার জন্ম থেকেই বেশির ভাগ ব্যান্ডউইথ আমরা অব্যবহৃত রাখছি। সরকার বলছে দেশে সাড়ে ৪ কোটি নেট ইউজার (অর্থাৎ দেশে প্রতি ৩ জনের একজন ইন্টারনেট তথা ফেইসবুক ব্যবহার করে) আবার তারা ব্যবহার করছে মাত্র ২২ জিবিপিএস, অব্যবহৃত ১৪২ জিবিপিএস। ভারতে ১০ টি সাবমেরিন ক্যবল আছে। দক্ষিন কোরিয়ায় ৫ কোটি ইউজার দেশটির ১১টি সাবমেরিন ক্যাবলের ২৫০০০ (পচিশ হাজার) জিবিপিএস ব্যন্ডউথ ব্যবহার করছে।
সরকার ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য সহ তথ্যপ্রযুক্তির সকল ক্ষেত্রে আপনাদের মিথ্যা বলছে, ও প্রতারনা করে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট নামক সাইটে দেখা যায় গত মার্চ পর্যন্ত বাংলাদেশের ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫ লাখ। আরও কয়েকটি সাইটে একই রকম ডাটা অর্থাৎ বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারী মাত্র ১.৬% ইন্টারনেট ব্যবহারকারী সর্বোচ্চ ২%, এটা হিসেব করে দেখানো যাবে। সরকারের মনে রাখা উচিত ইন্টারনেট মিথ্যা বলার জায়গা না।
যদি মনে করে থাকেন সরকার বাকি ব্যন্ডউইথ আসলেই অব্যবহৃত রাখছে তাহলেও বোকার স্বর্গে বাস করছেন। বিএসসিসিএল, বিটিসিল অবশিষ্ট ১৪২ জিগাবিট ব্যান্ডউইথ অবৈধ্য ভিওআইপি কলে গোপনে ডাইভার্ট করে প্রতিদিন প্রায় ৬ কোটি মিনিট আন্তর্জাতিক কল করছে যার প্রতিনিটে ৩ সেন্ট দুর্নীতি হচ্ছে প্রতিদিন।
সবাই ইন্টারনেট বিষয়ে একটু সচেতন হউন তা না হলে দেশের অপরিমেয় ক্ষতি হয়ে যাচ্ছে….
একজন ইন্টারনেট ব্যবহারকারী হিসাবে আমি এই তথ্য কিভাবে জানতে পারি?
ভাই,এসব ভাবতে ভাবতে নাজেহাল হয়ে গেলাম। কিন্তু জনগনের কথা কে শুনবে? আমাদের কথা কেউ শুনছে না ভাই। ওদের যখন লাগবে তখন চালু করবে ব্যান্ডউইথ!!