HSC/ALIM – এইচ এস সি 2012 এর পরীক্ষার রেজাল্ট HSC RESULT 2012
hi

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে তা ২২ মে শেষ হয়। ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।এবার মোট ৯ লাখ ২৬ হাজার ৮১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন ছাত্র এবং ৪ লাখ ৩০ হাজার ৪১৯ জন ছাত্রী।রেজাল্ট সংগ্রহ :http://www.educationboardresults.gov.bd/ সাইটেরেজাল্ট প্রকাশ করা হবে ।
মোবাইল ও ইন্টারনেটে ২০১২ সালের এইচ.এস.সি/সমমান পরীক্ষার ফলাফল
মোবাইল এর মাধ্যমে যেভাবে রেজাল্ট নিবেনঃ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC টাইপ করে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখুন (যেমন- ঢাকা হলে DHA)। এবার রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে বছরটি (২০১২) লিখুন। তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি মেসেজে পেয়ে যাবেন রেজাল্ট! প্রতি এসএমএস চার্জ মাত্র ২টাকা + ১৫% ভ্যাট ।
Leave a comment