৭০০০০ শিশু এইচআইভি আক্রান্ত
নাইজেরিয়ায় প্রায় ৭০ হাজার শিশু এইচআইভির জীবাণু নিয়ে জন্মেছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর দ্য কন্ট্রোল অব এইডস (এনএসিএ)-এর মহাপরিচালক জন আইডোকো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওগানে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, নাইজেরিয়ার গর্ভধারী নারীদের মধ্যে যক্ষা ও ম্যালেরিয়ার মতো রোগও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। জন জোর দিয়ে বলেন, এইডস দমন করার জন্য এনএসিএ গঠন করা হয়েছে। ফলে তারা ওগান প্রদেশের সরকারের সঙ্গে এ বিষয়ে প্রতিরক্ষমূলক নীতি নিয়ে অংশীদার হয়ে কাজ করতে চায়। তিনি বিষয়টি নিয়ে প্রাদেশিক কমিটিকে কার্যকরভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
Leave a comment