• hi

হাত ছোঁয়ালেই টাকা

hi

হাতের লেখা পড়তে পারে এমন ক্যাশ মেশিন (এটিএম) আপনার ভাগ্য বলতে না পারলেও টাকা ঠিকই দিতে পারবে!

জাপানের ওগাকি কিওরিৎসু ব্যাঙ্ক জানিয়েছে এমন একটি ক্যাশ মেশিন তারা আনতে চলেছে যা ব্যবহারকারীর তালু স্ক্যান করেই টাকা উত্তোলনের সুবিধা প্রদান করবে। ব্যাংকটির মতে জাপানে এ ধরণের উদ্যোগ এটাই প্রথম।

এ ধরণের জৈব নিরাপত্তা ব্যবস্থা আগেও অনেক এটিএম মেশিনে নেয়া হলেও প্রতিষ্ঠানটি দাবী জানিয়েছে এবারই কার্ড ব্যতিরেকে এ ধরণের প্রচেষ্টা এটাই প্রথম। গ্রাহকদেরকে অবশ্য প্রথমবার ব্যাংকটির যে কোন একটি শাখায় গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা এবং তালুর ছাপ দিতে হবে।

ব্যাংকটি আশা করছে এই নতুন ব্যবস্থার ফলে কার্ড হারিয়ে ফেলা বা কোন প্রাকৃতিক দুর্যোগের পরেও তাদের মেশিন থেকে অতি সহজে টাকা তুলতে সক্ষম হবে গ্রাহকেরা। ব্যাংকটির নতুন এই সুবিধা সেপ্টেম্বর মাসের মধ্যে চালু হবে বলে জানিয়েছে।

 [ ভাল লাগলে পোস্ট এ  অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
গার্লফ্রেন্ডের বুকের ছবি অনলাইনে পোস্ট করার পর অ্যানোনিমাস হ্যাকারকে ধরে ফেললো এফবিআই

এই হলো সেই ছবি, যার মাধ্যমে এফবিআই একজন দূর্ধর্ষ অ‌্যানোনিমাস হ্যাকারকে ধরে ফেলতে সক্ষম হয়েছে। এই কুখ্যাত হ্যাকার যুক্তরাস্ট্রের পুলিশ...

Close