এবার ফেসবুকের মাধ্যমে খুঁজে নিন শত্রুদের
hi
এবার থেকে কেবল বন্ধুদের নয় শত্রুদেরও খুঁজে পেতে সহায়তা করবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। এই নতুন অ্যাপলিকেশনের নাম এনিমিগ্রাফ। প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীকে বিনামূল্যে এই অ্যাপলিকেশন লোড করার অপশন দেওয়া হবে। যে অ্যাপলিকেশন সবাইকে শত্রুদের তালিকা তৈরি করতে দেবে। এই অ্যাপলিকেশনের সহায়তায় ফেসবুক ব্যবহারকারীরা কোনও প্রোড্যাক্ট, ব্যক্তি কিংবা কোম্পানির বিরুদ্ধে যুদ্ধও ঘোষনা করতে পারেন। এই অ্যাপলিকেশনটি তৈরি করেছেন ডালাসের টেক্রাস ইউনিভার্সিটির অধ্যাপক ডিন টেরি। তাঁর মতে এই অ্যাপলিকেশন জনপ্রিয় হবে ফেসবুক ব্যবহারকারীদেও মধ্যে।
Leave a comment