ফেইসবুকে বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা !!!
সম্প্রতি র্যামনিট (RAMNIT) নামের নতুন ওয়ার্ম ভাইরাস হামলা চালিয়ে প্রায় ৪৫ হাজার ব্যবহারকারীর লগইন তথ্য চুরি করায় ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ফেইসবুকের নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করেছে কর্তৃপক্ষ।
কম্পিউটার নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞরা জানিয়েছেন, র্যামনিট ওয়ার্মটি ২০১০ সালের এপ্রিল মাস থেকে বিস্তার লাভ করলেও এটি তেমন গুরুতর ভাইরাস না।
তবে আক্রান্ত কম্পিউটারে বা ব্যক্তির অ্যাকাউন্টে এটি নিজে থেকেই ছড়িয়ে পড়তে সক্ষম। জানা গেছে, এ পর্যন্ত ওয়ার্ম ভাইরাস আক্রান্তদের মধ্যে বেশির ভাগই হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্সের ফেইসবুক ব্যবহারকারী।
ফেইসবুক ব্যবহারকারী র্যামনিট ওয়ার্ম ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a comment