• hi

ডিম নয়, মুরগীই আগে এসেছে

hi

সম্প্রতি শ্রীলঙ্কায় একটি মুরগী সরাসরি ডিম ছাড়াই বাচ্চা জন্ম দিয়েছে। এই ঘটনায় চিরাচরিত প্রশ্ন ‘ডিম আগে না মুরগী আগে’ তা নতুন করে উত্থাপিত হয়েছে বিজ্ঞানীদের মাঝে।খবর বিবিসির।

সংবাদমাধ্যমটি জানিয়েছে,মুরগীর ভিতর থেকে ডিম বের হওয়ার পর ডিমের মধ্যেই বাচ্চার পুরো শরীর গঠিত হয়। কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে তার দেহের গঠন ও সবকিছু মুরগীর ভেতরেই হয়েছে মাত্র ২১ দিনে।

অস্বাভাবিকভাবে জন্ম নেয়া এই বাচ্চা মুরগী সম্পূর্ণ সুস্থ থাকলেও মা মুরগীটি মারা গেছে বলে সূত্র জানিয়েছে। পরে মুরগীটির ময়নাতদন্তে দেখা গেছে, অভ্যন্তরীণ জখমের ফলেই মা মুরগীটি মারা গেছে। আর ডিমটি পুরো স্বাভাবিক নিয়মেই গঠিত হয়েছে এবং বাচ্চা ফুটে বের হয়েছে কিন্তু তার সবই হয়েছে মা মুরগীর ভেতরেই।

এই ঘটনার পর শ্রীলঙ্কার ডেইলি মিরর লিখেছে,

‘ডিম নয়, মুরগীই আগে এসেছে।


2 Comments on ডিম নয়, মুরগীই আগে এসেছে

  1. বিষয় যত সহজে বলছেন তা নয়! এই বিতর্ক চলবেই…

  2. তা অবশ্য ঠিক বলেছেন !

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
ক্যান্সার নির্ণয়ে অন্ধদের বিশেষ প্রশিক্ষণ

যাঁরা চোখে দেখতে পারেন না, অর্থাৎ যাঁরা অন্ধ, তাঁদের স্পর্শ এবং অনুভূতি শক্তি নাকি সাধারণ মানুষের তুলনায় হাজারো গুণ বেশি৷...

Close