• hi

দস্তানা মোবাইল ফোন! (ভিডিও)

hi

মোবাইল ফোন দেখতে কেমন হবে, তা নিয়ে বিস্তর গবেষণা করছেন গবেষকেরা। তঁাদের যুক্তি, মোবাইল ফোন ভবিষ্যতে একদিন মানুষের শরীরের অংশই হয়ে যাবে।

অবশ্য নকশাবিদেরাও বসে নেই। এক খবরে ইয়াহু জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নকশাবিদ ব্রায়ান হাতের দস্তানাসদৃশ মোবাইল ফোন নির্মাণ করেছেন।
ব্রায়ান তঁার তৈরি প্রোটোটাইপ এ মোবাইল ফোনের নাম রেখেছেন `গ্লাভ ওয়ান’।

হাতের দস্তানার মতো এই মোবাইল ফোনের নিচের দিকে রয়েছে বাটন। মোবাইল ফোনটিতে সিম কার্ড যুক্ত করার স্থান ও ইউএসবির মাধ্যমে চার্জ দেওয়ার সুবিধা রয়েছে।
ব্রায়ান আরও জানিয়েছেন, মানুষ যেভাবে হাতের সাহায্যে মোবাইলে কথা বলার ভঙ্গি দেখায়, এই দস্তানা মোবাইল ফোনও সেভাবে ব্যবহার করা যাবে।

[ ভাল লাগলে পোস্ট এ  অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
ইন্টারনেট হল অব ফেমে স্থান করে নিলেন ই-মেইলের স্রষ্টা

                                   ১৯৭১ সালে রে টমলিনসন প্রথম নেটওয়ার্ক ই-মেইল প্রদানের মাধ্যমে আমাদের কাছে অতি পরিচিত "@" সাইনটিকে বিলুপ্তির হাত থেকে...

Close