ঢাকার রাজপথে আঁকা হলো পৃথিবীর সর্ববৃহৎ আলপনা
নতুন বছরকে স্বাগত জানিয়ে শুক্রবার রাতভর রাজধানীর মানিক মিয়া এভিনিউ’র দীর্ঘ ও প্রশস্ত পথজুড়ে আঁকা হয় পৃথিবীর সর্ববৃহৎ আলপনা। প্রায় ৩ লাখ বর্গফুটজুড়ে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আলপনা আঁকা শুরু হয় দেশের বরেণ্য শিল্পীদের নেতৃত্বে।
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর উদ্যোগে ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’ শিরোনামে এই অঙ্কন কর্মযজ্ঞে দেশের বরেণ্য শিল্পীর পাশাপাশি অংশ নেন নবীন চিত্রশিল্পীরাও।
আয়োজনের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ এ সময় আশা প্রকাশ করে বলেন , বাঙালি সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার পথে নতুন বছরে আরও এগিয়ে যাবে বাংলাদেশ।
শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য ও মনিরুজ্জামানের তত্ত্বাবধানে আড়াই শতাধিক নবীন শিল্পী পাঁচটি দলে বিভক্ত হয়ে আঁকেন এই বিশাল আলপনা। পরে তাঁদের সঙ্গে হাত লাগান অনেক উৎসাহী দর্শকও।
Leave a comment