ডিগ্রি পরীক্ষার ফলাফল প্রকাশ
প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল। বুধবার সন্ধ্যা ৬টায় এই ফলাফল প্রকাশিত হয়। এতে গড় পাশের হার ৬৭.১৭ শতাংশ।
সারা দেশের ৬১৪টি কেন্দ্রে ১ হাজার ৪৮৫টি কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ (চূড়ান্ত) এবং সার্টিফিকেট কোর্স মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ২৬ হাজার ৭৮৯ জন। পাস করেছেন ৩ লাখ ৬৯ হাজার ৩৫৫ জন।
পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd, www.nu-results.net www.nu-bsc.info ওয়েবসাইট থেকে জানা যাবে।
যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>deg<space>Roll লিখে 4636 অথবা 16222 নম্বরে Send করতে হবে।
Leave a comment