• hi

ডিগ্রি পরীক্ষার ফলাফল প্রকাশ

hi

প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল। বুধবার সন্ধ্যা ৬টায় এই ফলাফল প্রকাশিত হয়। এতে গড় পাশের হার ৬৭.১৭ শতাংশ।

সারা দেশের ৬১৪টি কেন্দ্রে ১ হাজার ৪৮৫টি কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ (চূড়ান্ত) এবং সার্টিফিকেট কোর্স মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ২৬ হাজার ৭৮৯ জন। পাস করেছেন ৩ লাখ ৬৯ হাজার ৩৫৫ জন।

পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd, www.nu-results.net www.nu-bsc.info ওয়েবসাইট থেকে জানা যাবে।

যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>deg<space>Roll লিখে 4636 অথবা 16222 নম্বরে Send করতে হবে।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
আমের আচারের পাঁচ পদ আর আমার বাসায় না থাকার বিশেষ ঘোষণা !!!

আচার জিনিসটা মনে হয় বেশির ভাগ মানুষেরই পছন্দের খাদ্যতালিকায় একেবারে প্রথম দিকে থাকে। আমারও খুব পছন্দের, তবে মিষ্টি আচার। আমের...

Close