যৌন হয়রানি আটকাতে কোচিং ব্যবসা বন্ধের দাবি
দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে কোচিং ব্যবসা এবং প্রাইভেট টিউশনি বন্ধের দাবি জানিয়েছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা৷ শিক্ষামন্ত্রী এব্যাপারে নীতিমালা প্রণয়নের কথা বলেছেন৷
প্রতীকী ছবি
ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নিসা স্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এখন উদ্বিগ্ন৷ শুধু ঢাকায় নয় গত এক সপ্তাহে ঢাকা সহ সারাদেশ থেকে অন্তত ১০ জন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে৷ এই অভযোগে মাদ্রাসা শিক্ষকও গ্রেফতার হয়েছেন৷ এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানের সঙ্গে মত বিনিময় করেন৷ সেখানে ভিকারুন্নিসা, হলিক্রস, উদয়ন ও উত্তরা মডেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা যৌন হয়রানির জন্য কোচিং ব্যবসা এবং প্রাইভেট টিউশনিকে দায়ী করেন৷ তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা এসব ব্যবসায় জড়িত তারাই একান্তে সুযোগ নেয়৷ তাই তারা আইন করে কোচিং ব্যবসা এবং প্রাইভেট টিউশনি বন্ধের দাবি জানান৷
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের আশ্বাস দেন৷ তিনি বলেন, এজন্য ক্লাসে পড়ানোর পদ্ধতিও উন্নত করতে হবে৷ যাতে শিক্ষার্থীদের কোচিং সেন্টার বা প্রাইভেট টিউটরের কাছে যেতে না হয়৷
শিক্ষামন্ত্রী বলেন, তবে একথাও স্বীকার করতে হবে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যৌন হয়রানির ঘটনা ঘটছে৷ তা প্রতিরোধে শিক্ষক নিয়োগ নীতিমালা আরো স্বচ্ছ এবং আধুনিক করতে হবে৷ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়৷ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরো অনেক কিছু বিবেচনায় নিতে হবে৷
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
Leave a comment