• hi

টয়লেট পরিষ্কারেও কোকাকোলা

hi

বাসায় এসে দেখলেন টয়লেটটা একেবারেই অপরিষ্কার। ব্যবহার করা অসম্ভব। এই মুহূর্তে বাসায় কোনো প্রকার টয়লেট ক্লিনারও নেই। তাহলে কি করবেন। ঝামেলাটা মাথায় গুজেই রাখবেন?

না। তা করার প্রয়োজন নেই। বিখ্যাত ওয়েবসাইট উইকি হাউ এ ব্যাপারে নতুন এক সমাধান দিচ্ছে আপনাকে। অবশ্য ব্যাপারটি আগেও কম বেশি শোনা যেত।

আপনার বাসার আশপাশে থাকা কোনো দোকান থেকে ছোট্ট একটি কোকাকোলা ক্যান কিনে এনে নোংরা টয়লেটের প্যানে ঢেলে দিন। কোকাকোলার তরলটি যেন এর সবখানে পৌঁছে সে বিষয়টি লক্ষ্য রাখুন। ঘণ্টাখানেক ওভাবে থাকতে দিন।

কোকাকোলার সঙ্গে থাকা অতিরিক্ত ফসফরিক এসিড টয়লেটের জীবাণু, নোংরা ও কুৎসিত দাগগুলো ততক্ষণে দূর করে দেবে। সোডা মেশানো পানির মতো কাজ দেবে এটা।

দাগ যদি বেশি হয় তাহলে আপনি একটি টয়লেট ক্লিনার ব্রাশ নিয়ে তাতে কয়েকটি ঘষা দিতে পারেন। এবার তাতে জোরে পানি ছেড়ে দিন। ফল পাবেন একশতে একশ।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী পুরুষ, নারী নয়

নারীদের তুলনায় পুরুষরাই বেশি প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী। এ সংখ্যা প্রতি ৫ জনে একজন। নতুন এক জরিপে এ তথ্য পাওয়া...

Close