দূর করুন কাপড়ে লেগে থাকা দাগ
আমাদের দৈনন্দিন জীবনে কাজের ব্যস্ততায় ছোটখাট দুর্ঘটনা ঘটে থাকে।তেমনি একটি অতি পরিচিত হচ্ছে কাপড়ে দাগ লেগে যাওয়া।হয়ত কোথায় নিমন্ত্রণে গেলেন,পছন্দের কাপড়ে তরকারীর ঝোল লেগে গেল।সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেললেন তাও দেখলেন দাগ লেগে আছে।মনটাই নষ্ট হয়ে গেল।আবার ধরুন বাচ্চারা বেশ সৃষ্টিশীল হয়ে থাকে।তারা অনেক কিছু আবিষ্কারের নেশায় থাকে।এতে করে অনেক সময় তারা নোংরা করে ফেলে তাদের কাপড় যা পরিষ্কার করতে গিয়ে মায়েরা আবিষ্কার করেন কাপড়ের দাগ।এরকম ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন নিজেরাই।জেনে নিন কিছু টিপস।
-কাপড়ে ঘামের দাগ ওঠাতে কাপড় ধোয়ার আগে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
-কাদা ওঠাতে সাথে সাথে না ধুয়ে ভিজিয়ে রাখুন পরে ধুয়ে দিন।এতে কাদার দাগ লাগবেনা।
-পানের দাগ লাগলে সেই দাগে লেবু বা দই লাগিয়ে রেখে দিন।কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
-কলমের কালির দাগ তুলতে সেখানে মিথিলেটেড স্পিরিট লাগিয়ে ঘষে ধুয়ে ফেলুন।পরে স্বাভাবিকভাবে কাপড় কেচে নিন।
-ডিম বা মাংসের দাগ তুলতে লবণ মিশ্রিত ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে রাখুন পরে ধুয়ে নিন।
-কাপড়ে কফি বা চায়ের দাগ লাগলে কুসুম গরম পানি আর বোরিক পাউডার মিশিয়ে তা ভিজিয়ে রাখুন।পরে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন।
-সিল্ক বা জর্জেটের কাপড়ে তরকারীর ঝোল লাগলে সেখানে ট্যালকম পাউডার বা টুথপেস্ট লাগিয়ে হালকা করে ঘষুন।পরে সাবান পানিতে ধুয়ে ফেলুন।
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
Leave a comment