• hi

রিম থেকে সিমে যাচ্ছে সিটিসেল

hi

দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির টাকা দিলেই রিম থেকে সিমে যাবার অনুমতি পাবে সিটিসেল। গতকাল বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। সিটিসেলের আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

দেশের একমাত্র কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস বা সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী এই অপারেটর অন্য অপারেটরদের মতো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল প্রযুক্তি (জিএসএম) ব্যবহারে অনুমতি চেয়েছিল বিটিআরসির কাছে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, বুধবারের কমিশন বৈঠকে সিটিসেলের আবেদন নিয়ে আলোচনা হয়েছে। তারা টু-জি লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করলে তাদের আবেদন ইতিবাচকভাবে দেখার সিদ্ধান্ত হয়েছে। তবে টাকা দেয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে সিটিসেলসহ চার মোবাইল ফোন অপারেটরের টু-জি লাইসেন্স নবায়ন হয়েছে।

অনুমতি পেলে রিম সংযুক্ত বিশেষ ধরনের হ্যান্ডসেট ব্যবহারের প্রয়োজনীয়তা আর থাকবে না এবং যে কোন হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে সিটিসেলের সিম।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
বাংলাদেশে চালু হল থ্রিজি নেটওয়ার্ক!!

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন।কয়েকদিন যাবত টেলিভিশনে প্রচারিত হচ্ছে টেলিটকের বিজ্ঞাপন। তারপরও...

Close