• hi

মায়ের মৃত্যুর আড়াই মাস পর নবজাতকের জন্ম!

hi

প্রায় আড়াই মাস আগে এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়।কিন্তু এই মৃত মায়ের গর্ভ থেকেই পৃথিবীর আলো দেখলো এক ফুটফুটে শিশু।সংযুক্ত আরব আমিরাতের তাওম হাসপাতাল নামের একটি চিকিৎসা কেন্দ্রের একদল ডাক্তার মাত্র কয়েকদিন আগে সার্জারির মাধ্যমে ওই নবজাতককে তার মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় বের করেন।

শিশুটির বয়স এখন মাত্র ৭ মাস।তাকে বর্তমানে হাসপাতালে ইনকিউবেটরে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রায় আড়াই মাস আগে মস্তিস্কের সমস্যাজনিত কারণে অন্তঃসত্ত্বা ওই মহিলার মৃত্যু হয়েছিল।মহিলাটি গর্ভবতী থাকায় ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তার জরায়ুতে থাকা ভ্রুণটি জীবিত।তারা মাতৃগর্ভস্থ ভ্রুণটিকে জীবিত রাখতে নিয়মিত রক্ত এবং অক্সিজেন সরবরাহকরতে থাকেন।ভ্রুণটির বয়স ৭ মাস পূর্ণ হওয়ার পর ডাক্তাররা সার্জারীর মাধ্যমে তাকে মায়ের পেট থেকে বের করে আনেন।নবজাতকের মাকে গত সপ্তাহে দাফন করা হয়।চিকিৎসকরা বলেন,এ ধরণের ঘটনা সংযুক্ত আরব আমিরাত তথা বিশ্বে এই প্রথম ঘটলো।সংযুক্ত আরব আমিরাত এটিকে তাদের স্বাস্থ্যসেবা প্রযুক্তির উন্নতি হিসেবেই দেখছে।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
কিনলেই চালু হবে না নতুন সিম, আইন ভাঙলে ৩০০ কোটি টাকা জরিমানা

তিন মাস পর থেকে কেনার সঙ্গে সঙ্গেই চালু হবে না মোবাইল ফোনের নতুন সিম কার্ড। বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের...

Close