এবার কম্পিউটার নিজেই আপনার চোখ নিরাপদ রাখবে
চোখের সমস্যার অনেক কারণের মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হলো কম্পিউটারের মনিটর। মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয় যা কিনা চোখের জন্য ক্ষতিকারক। এছাড়াও মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জ্বল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। আর এত সব ভেজাল থেকে মুক্তি দিবে F.lux নামের একটি ছোট সফটওয়্যার। এর সাইজ মাত্র 546KB।
এই সফটওয়্যারের সব চেয়ে মজার বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। যা কিনা ২৪ ঘণ্টা সময় অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ দিনের বেলা কম্পিউটারের স্ক্রিন থাকবে বেশি উজ্জ্বল আবার রাতের বেলা মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এসব পরিবর্তনের জন্য আপনাকে কিছুই করতে হবে না। এটা নিজে নিজেই সময় অনুযায়ী পরিবর্তন হবে।
ডাউনলোড লিঙ্ক:
F.lux / http://adf.ly/8xTCT এই ওয়েবসাইটে প্রবেশ করেন [ প্রবেশ করার পর স্কিপ এড” এ ক্লিক করেন ]
সম্পূর্ণ ফ্রী সফটওয়্যার।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই Comment অথবা Like দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
নাইস সফট… 🙂
Thanks