• hi

এক সিপিইউতে চলবে ৪০টি কস্পিউটার

hi

দেশের বাজারে প্রথমবারের মতো নেটওয়ার্কিং পণ্য সান্ডি বাজারে নিয়ে এসেছে এ পণ্যের পরিবেশক নেক্সিম। এ ডিভাইসের মাধ্যমে প্রতিটি কম্পিউটারে আলাদা সিপিইউ ব্যাবহার না করে ল্যান নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করে এক সঙ্গে সর্বোচ্চ ৪০টি কম্পিউটারে কাজ করা যাবে। এতে করে প্রতিটি কম্পিউটারে আলাদা সিপিইউর প্রয়োজন হবে না।

বিশেষ এ ডিভাইসটির বাজারজাতকরণ উপলক্ষে নতুন এই প্রযুক্তি পণ্যটি আমদানি কারক প্রতিষ্ঠান নেক্সিম রাজধানী ঢাকার একটি হোটেলে গতকাল সোমবার পরিচিত মূলক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চীন থেকে আমদানি করা নতুন এ নেটওয়ার্কিং ডিভাইসটি প্রতিষ্ঠানের ৭৫ ভাগ হার্ডওয়্যার খরচ, ৮৫ ভাগ রক্ষণাবেক্ষণ খরচ কমানোর পাশাপাশি ৯৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে।

সান্ডি ব্রান্ডের বিশেষ এই নেটওয়ার্কিং ডিভাইসটি আয়োজিত সংবাদ সম্মেলনে নেক্সিমের প্রধান নির্বাহী অনির্বাণ দাশগুপ্ত বলেন, দেশে আইটি ব্যবহারকারীরা নতুন এই প্রযুক্তি পণ্যটি ব্যবহার করে অনেক বেশী উপকৃত হবে। এ সময় নতুন এই পণ্যটির ব্যবহারকারী হিসাবে পণ্যের বিভিন্ন দিকের কথা তুলে ধরের অন্তর গ্রুপের সিস্টেম ও নেটওয়ার্ক এডমিন মোঃ. নাসিরুদ্দিন এসময় সান্ডি ব্রান্ডের এই নেটওয়ার্কিং ডিভাইসটির কার্যকারিতা এবং ব্যবহার সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের কাছে অবহিত করেন অনন্ত গ্রুপের সিস্টেম ও নেটওয়ার্ক এডমিন মোঃ: নাসিরুদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেক্সিমের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক কাজী মোকাম্মেল হোসেন মিশু, টেকনো এজ কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক একে এম মাহমুদুল হাসান টিটু সহ অনেকে।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
মিমের নগ্ন ভিডিও

অনেকেই বলছে মীম SCANDAL আসছে বাজারে... তাদের সবাইকে ছবিটি ভাল করে দেখার অনুরধ করব... ভিডিওটিতে যে মেয়েটি ছিল তা আমাদের...

Close