• hi

তৈরী হচ্ছে টাইটানিক-২ TITANIC-2

hi

তৈরী হতে যাচ্ছে বিশ্বের সবচাইতে বড় প্রমোদতরী টাইটানিকের অবিকল আরো একটি জাহাজ টাইটানিক-২। অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যাক্তি ক্লাইভ পালমার ইতিমধ্যেই চীনা এক প্রতিষ্ঠানকে তা তৈরী করার অনুমোদন দিয়েছেন। আর তা তৈরী হবে একবিংশ শতাব্দীর আদলে। থাকবে নতুন নতুন সব সুযোগ সুবিধা।

খনির ধনকুবের নিশ্চিত করে বলেছেন আগামী বছরের শেষ নাগাদ টাইটানিক-২ তৈরীর কাজ শুরু হবে। আর তা সাগরে ভাসবে ২০১৬ সালে।

টাইটানিক তৈরীর পরিকল্পনা সম্পর্কে ক্লাইভ জানিয়েছেন, এর সম্পূর্ণ আদল হবে আসল টাইটানিকের মতই।

তবে এর এতে থাকবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। পালমার অস্ট্রেলিয়ান মিডিয়াকে জানিয়েছেন, তিনি চীনা প্রতিষ্ঠান জিনলিং শিপইয়ার্ড এর সাথে চুক্তি সাক্ষর করেছেন জাহাজটি তৈরীর ব্যপারে।

নতুন টাইটানিকে সব আধুনিক প্রযুক্তি থাকবে। তবে সৌন্দর্যের জন্য আসল টাইটানিকের মত চারটি চিমনি থাকবে। আর তা চলবে কয়লার বদলে তেলে।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
এলজি ই-পেপার LG E-PAPER

এ মাসেই বাজারে আসছে এলজির ইলেকট্রনিক পেপার ডিসপ্লে। এটি মূলত ১০২৪ : ৭৬৮ রেজুলেশনের ৬ ইঞ্চি মাপের একটি ইলেকট্রনিক স্ক্রিন...

Close