২০১৭ সালে মোবাইল বিক্রি হবে ২.২ বিলিয়ন, হারিয়ে যাবে ফিচার ফোন
২০১৭ সালের মধ্যে মোবাইল ফোনের বিক্রি বর্তমানের চেয়ে প্রতি বছর ৫.৫% হারে বৃদ্ধি পাবে। ফলে ২০১৭ সালে বছরে ২.২ বিলিয়ন মোবাইল হ্যান্ড সেট বিক্রি হবে, যার অধিকাংশই হবে স্মার্ট ফোন। আর স্মার্ট ফোনের ভিড়ে ইতিহাস হয়ে যাবে আপনার হাতে থাকা আজকের ফিচার ফোন বা বেসিক হ্যান্ড সেটটি। বাজার গবেষণা এবং জরিপ প্রতিষ্ঠান ওভাম এর বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
ওভামের বিশ্লেষণে জানানো হয়েছে, ২০১৭ সাল নাগাদ স্মার্ট ফোনের বিক্রি ২১% পর্যন্ত বৃদ্ধি পেয়ে ১.৭ বিলিয়নে দাঁড়াবে। আর ২০১৭ সালে বিশ্বের ৭৭% হ্যান্ড সেট হবে স্মার্ট ফোন।
স্মার্ট ফোনের জনপ্রিয়তার ফলে ধীরে ধীরে কমে যাবে ফিচার ফোনের ব্যবহার। ২০১৭ সালের দিকে ফিচার ফোন প্রায় ডুবন্ত কিংবা বিলুপ্তপ্রায় অবস্থানে গিয়ে পৌঁছাবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, হ্যান্ড সেটের এই বিবর্তনের ফলে মোবাইল নেটওয়ার্কেরও পরিবর্তন হবে। জিপিআরএস, এজ, জিএসএম কিংবা সিডিএমএ থেকে পরিবর্তিত হয়ে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কে যুক্ত হবে ডব্লিউসিডিএমএ, এইচএসপিএ, এলটিই, টিডি-এসসিডিএমএ, সিডিএমএ২০০ ইভি-ডিও এবং মোবাইল ওয়াইম্যাক্স।
এছাড়াও স্মার্ট ফোনের বাজারে আগামী ৫ বছর অ্যানড্রয়েডেরই আধিপত্য থাকবে। কারণ ২০১০ সালের চেয়ে ২০১১ সালে অ্যানড্রয়েডে স্মার্ট ফোন বাজার ১৭% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্বের ৪৪% স্মার্ট ফোন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত।
অ্যানড্রয়েডের পরের অবস্থানে থাকবে অ্যাপলের আইওস। ২০১৭ সালে স্মার্ট ফোন বাজারের ২৭% থাকবে তাদের দখলে। দেরীতে শুরু করলেও মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম স্মার্ট ফোনের বাজারে নিজের আলাদা অবস্থান তৈরি করতে পারবে বলে ওভামের গবেষণায় বলা হয়েছে। স্মার্ট ফোনের ১৩% বাজার দখলে রাখবে উইন্ডোজ ফোন।
Leave a comment