• hi

মৃত নারীর বিয়ে!

hi

চীনের হিবেই প্রদেশে এক নারীর মৃতদেহ হারিয়ে যাওয়ার ঘটনা ইহচই ফেলে দিয়েছে। কারণ এই মৃত নারীকে দুইবার বিয়ে দেয়া হয়েছে। এ বছরের বসন্তকালীন উৎসবে ওয়াউ বংশ তাদের মেয়ের মৃতদেহকে ৩৫ হাজার ইউয়ানের বিনিময়ে লিউ বংশের এক ছেলের কাছে বিক্রি করে। কারণ লিউ তার ছোট ভাইয়ের মৃতদেহের সাথে ওই নারীর মৃতদেহের বিয়ে দেবেন। গ্লোবাল টাইমস এ খবর প্রকাশ করে। মৃতদের এই বিয়েকে চীনে ‘ইয়েইন বিয়ে’ বলা হয়। অতঃপর ধুমধাম করে দুই মৃতদেহের বিয়ের পর তাদের একটি কফিনে সমাধিস’ করা হয়। কিন’ কিছু দিন পর দেখা যায় সমাধিটি ভাঙা ও নারীর মৃতদেহটি নেই। ভাবীর মৃতদেহ খোঁজার জন্য পুলিশের কাছে যান লিউ। পুলিশ তদন্ত করে কয়েক সপ্তাহ পর পাঁচজনকে আটক করে। তখন বেরিয়ে আসে আরেক অদ্ভুত ঘটনা। পুলিশ জানায়, সমাধি ভেঙে ওয়াউয়ের মৃতদেহটি চুরি করে নিয়ে তারা ৩০ হাজার ইউয়ানের বদলে ‘লি’ নামের আরেকটি পরিবারের কাছে বিক্রি করেন। তারা তাদের পরিবারের এক মৃত পুরুষ সদস্যের সাথে বিয়ে দেয়ার জন্য মৃতদেহটি কেনেন এবং পরে বিয়েও দেন। মৃত নারীর দুই বিয়ের ঘটনাটি এত বেশি সাড়া ফেলেছে যে, পুলিশ আবার এর তদন্ত করছে।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
মৃত্যুর ৬ দিন পর কফিনের বাইরে

৯৫ বছর বয়সের এক চাইনিজ বৃদ্ধা গ্রামবাসীকে আতঙ্কিত করে বেরিয়ে এলেন কফিন থেকে তার মৃত্যুর ঠিক ৬ দিন অতিক্রান্ত হবার...

Close