বিরল হীরার সন্ধান লাভ!
“বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর”। এবার শুধু বিশ্বাসই নয় খোদ অস্ট্রেলিয়ার খনিতে ১২ দশমিক ৭৬ ক্যারেটের দুষ্প্রাপ্য গোলাপি হীরা পাওয়া গেছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটিতে এটাই এ পর্যন্ত খনিতে পাওয়া সবচেয়ে বড় গোলাপি হীরা। এটির দাম কমপক্ষে এক কোটি ডলার হতে পারে। প্রসিদ্ধ খনি প্রতিষ্ঠান রিও টিনটোর অনুসন্ধানে এই হীরা আবিষ্কৃত হয়। গতকাল বুধবার ওই প্রতিষ্ঠানের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। রিও টিনটোর পক্ষ থেকে বলা হয়, পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি এলাকার আর্গাইল হীরার খনিতে এই মহামূল্যবান হীরাটি পাওয়া যায়। এই অমসৃণ হীরা কেটে মাজাঘষা করে ব্যবহার উপযোগী করতে ১০ দিনের মতো সময় লাগবে। হীরাটির নাম দেওয়া হয়েছে ‘আর্গাইল পিংক জুবিলি’। ‘আর্গাইল পিংক জুবিলি’ হীরার দাম এখনো নির্ধারণ করা হয়নি। তবে রিও টিনটো জানিয়েছে, অতি উঁচু মানের এমন গোলাপি হীরার দাম ক্যারেটপ্রতি ১০ লাখের বেশি হিসাবে কমপক্ষে এক কোটি মার্কিন ডলার হতে পারে।
Leave a comment