• hi

নিলামে গান্ধীর রক্তমাখা মাটি

hi

এবার নিলামে বিক্রি হবে মাহাত্মা গান্ধীর রক্তমাখা মাটি। আর নিলামটি হবে ব্রিটেনে। গান্ধীকে যেখানে হত্যা করা হয়েছিল সেখানকার সংগৃহীত রক্তমাখা মাটি ও ঘাসের অংশ নয়ে এই নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ই এপ্রিল।

ইংল্যান্ডের নিলামকারী প্রতিষ্ঠান মুল্লকস জানায়, ঐতিহাসিক এসব জিনিসকে প্রকৃত বলে মনে করা হচ্ছে। গান্ধীকে হত্যার পর ঘটনাস্থল থেকে এসব কিছুর সংগ্রহকারী পি পি নামিবিয়ারের একটা চিঠিসহ এগুলো পাওয়া গেছে। নামিবিয়ার তার চিঠিতে লিখেছেন, আমি ঘাসটা কেটে নেই এবং দুই চিমটি মাটি সংগ্রহ করে পাশে পরে থাকা একটা ভারতীয় সংবাদপত্রের টুকরোয় মুড়িয়ে রাখি। সংগৃহীত অন্যান্য জিনিসের মধ্যে আরো রয়েছে গান্ধীর স্বাক্ষরিত চিঠি ও একটি ধর্মীয় বই।

নিলামে মাটি ও ঘাসের মূল্য ধরা হয়েছে ১০-১৫ হাজার পাউন্ড। গান্ধীর চিঠি ও অন্যান্য বইয়ের মূল্য ধরা হয়েছে ৮০ হাজার-১ লক্ষ পাউন্ড।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
বিশ্বের সর্বকনিষ্ঠ মা

দশ বছরের এক মেক্সিকান কন্যা এখনও মায়ের কোল ছাড়া ঘুমায় না কিন্তু সেই শিশুই জন্ম দিয়েছে আরেক শিশু। সে এখন...

Close