• hi

জেনে নিন জীবনসঙ্গী হিসাবে আপনি কতটা ভালো ? স্বামী/স্ত্রীকে করুন এই ২১ টি প্রশ্ন !

hi

banglahealthtips.com_couple-togetherআমরা সকলেই জানতে চাই আমাদের প্রিয় মানুষটির মনের কথা। প্রিয় মানুষটি আমাদের সম্পর্কে কী ভাবেন আর আমরাই বা জীবন সঙ্গী হিসাবে তাঁর কাছে কতটুকু যোগ্য এই বিষয়টি জানার আগ্রহ কমবেশি সকলেরই আছে। আপনিও জানতে চান? তাহলে সঙ্গীকে করুন এই ২১ টি প্রশ্ন আর ফলাফল মিলিয়ে জেনে নিন যে জীবন সঙ্গী হিসাবে আপনাকে কেমন মনে করেন আপনার স্বামী বা স্ত্রী।

প্রশ্নের পর্ব যেমন হবে

উত্তর গুলো হবে হ্যাঁ কিংবা না দিয়ে, চাইলে মোটামুটি অপশনটাও যোগ করতে পারেন। তবে আমরা কেবল “হ্যাঁ” ও “না”-কেই হিসাবে ধরবো।

১) আমি কি বেশিরভাগ সময়ে তোমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারি?
২) আমাদের দুজনের বেশিরভাগ ভালো লাগা কি মেলে?
৩) ঝগড়ার পর সেটা সুন্দরভাবে মিটিয়ে ফেলতে কি আমি পারি?
৪) আমার আচরণে কি তুমি ভালবসা অনুভব করো?
৫) আমাদের সম্পর্কে আনন্দ-ফুর্তির স্থান কি এখনো আছে?
৬) আমি কি প্রয়োজনে তোমার পাশে থাকি?
৭) তোমার কঠিন সময়ে আমি কি ভরসার স্থান হতে পারি?
৮) আমার পরামর্শ কি তোমার কাজে আসে?
৯) তুমি কি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারো?
১০) আমার সঙ্গে জীবনে কি নতুন ও সুন্দর অভিজ্ঞতা তুমি পেয়েছ?
১১) পরস্পরের সাথে কি আমরা দায়িত্ব ও কর্তব্য সমান শেয়ার করতে পারি?
১২) আমি কি তোমার আত্ম বিশ্বাস বাড়াতে পারি?
১৩) আমি কি তোমাকে পর্যাপ্ত ইমোশনাল সাপোর্ট দিতে পারি?
১৪) আমি কি মন দিয়ে তোমার কথা শুনি বা উত্তেজিত না হয়েই নিজের ত্রুটি সম্পর্কে শুনতে পারি?
১৫) আমার আচরণ কি উষ্ণ ও কোমল যেমনটা তুমি আশা করো?
১৬) আমি কি বিপদে তোমাকে পথ দেখাতে পারি?
১৭) আমি কি সম্পর্কের প্রয়োজনে সমঝোতা করতে পারি?
১৮) আমি কি নিজের ভাবনা ও আবেগ তোমাকে বুঝিয়ে বলতে পারি?
১৯) আমি কি তোমাকে অধিকাংশ সময়ে বুঝতে পারি?
২০) আমি কি তোমার স্ট্রেস, রাগ, অভিমান ইত্যাদি আবেগগুলো সামাল দিতে পারি?
২১) আমি কি তোমাকে পর্যাপ্ত ভালোবাসা দিতে পারি?
ফলাফল

প্রশ্নগুলোর উত্তর “হ্যাঁ” কিংবা “না” দিয়ে দিতে বলুন আপনার সঙ্গীকে-

-যদি “হ্যাঁ” উত্তরের সংখ্যা ১ থেকে ৭ এর মাঝে হয়, তবে আপনার স্বামী বা স্ত্রীর চোখে আপনি মোটামুটি চলনসই জীবনসঙ্গী। আপনাকে আরও অনেক চেষ্টা করতে হবে সঙ্গীর চোখে পারফেক্ট হয়ে ওঠার জন্য।

– যদি “হ্যাঁ” উত্তরের সংখ্যা ৮ থেকে ১৪ এর মাঝে হয়, তাহলে আপনি জীবনসঙ্গী হিসাবে ভালোই আপনার স্বামী বা স্ত্রীর চোখে। কিন্তু পারফেক্ট নন। আপনার অনেক কিছুই এখনো প্রিয় মানুষটিকে কষ্ট দেয়।

-যদি “হ্যাঁ” উত্তরের সংখ্যা ১৫ থেকে ২১ এর মাঝে হয়, তাহলে নিঃসন্দেহে জেনে নিন যে সঙ্গী হিসাবে আপনি দারুণ। আর জীবনসঙ্গী আপনাকে সাথে পেয়ে খুবই আনন্দিত।


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
“নখের কোণা ওঠা” সমস্যা? মুক্তি পাওয়ার কার্যকরী উপায় জেনে নিন

হুট করেই নখের কোণায় প্রচণ্ড ব্যথা, একটু খেয়াল করতেই দেখলেন যে বেকায়দা ভাবে নখ বৃদ্ধি পেয়েছে আর ঢুকে যাচ্ছ মাংসের...

Close