জিমেইল এর নতুন সুবিধা : ফ্রি SMS
এখন থেকে আপনি সরাসরি Gmail থেকেই SMS পাঠাতে পারবেন তাও আবার একদম ফ্রিতে। তবে অত্যান্ত দুঃখের বিষয় হল, বর্তমানে শুধুমাত্র সিটিসেল এ SMS করা যাচ্ছে। তাতে কি সিটিসেল যখন এসছে তখন বাকি অপারেটরগুলা খুব শিঘ্রই আসবে। আসুন দেখা যাক কিভাবে SMS পাঠাবেন
ধাপসমূহঃ
১। প্রথমে আপনার Gmail একাউন্টে লগিন করুন
২। আপনার Gmail এর বাম পাশে দেখুন Chat and SMS নামে একটি নতুন একটা মেনু যুক্ত হয়েছে
৩। Chat and SMS এর ঘরে একটি সিটিসেল নম্বর লেখুন এবং Send SMS এ ক্লিক করুন
৪। নম্বরটি সেভ করার জন্য Contact name: যার নম্বর তার নাম দিন এবং Save এ ক্লিক করুন
৫। ডানদিকে নিচে নিচের মত একটি বক্স আসবে সেখানে আপনার ম্যাসেজ লিখে কিবোর্ড থেকে Enter প্রেস করুন। ব্যাস SMS চলে গেল।
তবে ওই নম্বরটি আপনার সাথে চ্যাট করতে চায় কিনা তার সম্মতির জন্য ওই নম্বর থেকেও শুধু প্রথমবার একটা রিপ্লে দিতে হবে।
৬। ব্যাস এখন ইচ্ছামত SMS করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনি ২৪ ঘন্টায় শুধুামাত্র ৫০ টি SMS সেন্ট করতে পারবেন।
ফেসবুকে আমি
Leave a comment