জন্মনিয়ন্ত্রণ বড়ি প্রতিরোধ করবে ক্যান্সার
ব্রিটিশ জার্নাল অব ক্যান্সার এক গবেষনার তথ্য প্রকাশ করেছে।এতে বলা হয়েছে যেসকল নারী দীর্ঘ ১০ বছর ধরে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করছেন তাদের ক্যান্সারের ঝুঁকি কম প্রায় অর্ধেক পরিমাণে।
গবেষণায় দেখা যায়, ১০ বছর ধরে বড়ি সেবন করছেন এমন প্রতি এক লাখ নারীর মধ্যে ৫০ জনেরও বেশি স্তন ক্যানসারে আর ১২ জনেরও কম নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
‘ইউরোপিয়ান প্রোসপেকটিভ ইনভেস্টিগেশন অব ক্যানসার’ নামে ওই গবেষণা চলাকালে তিন লাখেরও বেশি নারীর ওপর জরিপ চালানো হয়। গবেষকেরা বলেন, এক বছর ধরে বা তারও কম সময় ধরে যাঁরা গর্ভ-নিরোধ বড়ি সেবন করছেন, তাঁদের চেয়ে ১০ বছর ধরে যাঁরা বড়ি সেবন করছেন তাঁদের জরায়ু ক্যানসারের ঝুঁকি অর্ধেক।
এক বছর বা তার চেয়ে কম সময় ধরে যারা গর্ভ-নিরোধ বড়ি খাচ্ছেন এমন প্রতি এক লাখ নারীর মধ্যে ২৮ জন জরায়ু ক্যানসারে আক্রান্ত হন। অন্যদিকে যাঁরা অন্তত ১০ বছর ধরে এই বড়ি সেবন করছেন তাঁদের মাত্র ১৫ জন এতে আক্রান্ত হয়েছেন। যেসব নারী কোনো দিনই গর্ভধারণ করেননি তাঁদের মধ্যে এই হার ৩৪ জন। আর যাঁরা অন্তত একবার অন্তঃসত্ত্বা হয়েছেন তাঁদের মধ্যে ২৪ জন এই ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গবেষণায় বলা হয়, বেশি সন্তানের মায়ের চেয়ে এক সন্তানের মায়ের জরায়ু ক্যানসার হওয়ার ঝুঁকি অনেক কম।
ফেসবুকে আমি
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
Leave a comment