গুগলে সার্চ করার সহজ উপায়গুলো জেনে নেই
প্রায়ই কাজের জন্য গুগল সার্চ করে প্রয়োজনীয় ছবি, ভিডিও , সফটওয়্যার এসব খুজতে হয় কিন্তু দেখা যায় প্রায়ই আমি মনের মত লিঙ্কটি খুজে পেতাম না বা এখনো পাইনা তারপর ইন্টারনেট ঘেঁটে ও আরও কয়েকজন বড় ভাইয়ের কাছ থেকে কিছু সার্চ ট্রিক্স শিখলাম। আপনারাও জেনে নিন-
১) ধরুন আপনি জানতে চান how to disable timeline application, সেক্ষেত্রে আপনি গুগল সার্চ বক্সে লিখুন ঠিক এভাবে
disable+timeline+application
এভাবে লিখে সার্চ দিন। এভাবে How to টাইপ জিনিসের ভালো লিঙ্ক পেয়ে যাবেন দ্রুত।
২) প্রায়ই দেখা যায় আমরা কোন বিশেষ সফটওয়্যার বা গান একটি নির্দিষ্ট ওয়েবসাইটেই খুজতে চাই, যেমন ধরুন Kolaveri Di গানটি আপনি mediafire থেকে ডাউনলোড করতে চান তাহলে সার্চ বক্সে লিখুন এভাবে
kolaveri di+site:mediafire.com
বুঝতেই পারছেন এইভাবে মিডিয়াফায়ার এর গুষ্টি উদ্ধার করা যাবে 😀
৩) যদি আপনি কোন সফটওয়্যার বা গান বা মুভির শুধুমাত্র ডাউনলোড লিঙ্ক চান তাহলে সার্চ করুন এভাবে, ধরুন আপনি এডোবি ফটোশপ এর লিঙ্ক খুজছেন তাহলে সার্চ বক্সে লিখুন এভাবে-
adobe photoshop+inurl:download
এভাবে আপনি ডাউনলোড লিঙ্কস এর লিস্ট পাবেন
৪) সবশেষে খুব কাজের একটি ট্রিক্স অনেক সময় দেখা যায় আমাদের নির্দিষ্ট কোন ফরম্যাট এর ফাইল দরকার হয় যেমন pdf,eps,jpeg,exe তখন এভাবে সার্চ করুন যেমন ধরুন আমার সি++ প্রোগ্রামিং এর পিডিএফ দরকার তাহলে সার্চে লিখব এভাবে
c++:pdf
দেখুন ম্যাজিক!!! এভাবে যে কোন ফরম্যাট এ যে কোন ধরনের ফাইল ট্রাই করুন
হয়তো অনেকেই এগুলো জানেন, যারা জানেন না তাদের জন্যই আমার লেখা এই পোস্ট, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ
[ ভাল লাগলে পোস্ট এ অবশ্যই লাইক দিবেন , লাইক দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই লাইক দিবেন । ]
Hurrah, that’s what I was searching for, what a stuff! existing here at this webpage, thanks admin of this site.
Wonderful post! We will be linking to this particularly great article on our website.
Keep up the great writing.