• hi

গুগল’র সর্বাধুনিক প্রযুক্তির সানগ্লাস মুঠোফোন

hi

মুঠোফোন থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির সানগ্লাস তৈরি করেছে গুগল। বাহারি রঙের তৈরি সানগ্লাসের এই স্ক্রিন নিয়ন্ত্রণ করা হবে একটি মাউসের সাহায্যে।
তবে এই মাউসটি হাত দিয়ে ব্যবহার করতে হবে না। এটি সানগ্লাসের সঙ্গে এমনভাবে সেট করা হবে যাতে মস্তিষ্কের সাহায্যেই মাউসটি চালানো যায়। এটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে বাড়তি মোবাইলের দরকার হবে না।
পাশাপাশি কারও সঙ্গে কথা বলার সময় চাইলে এই চশমার ওপরের নির্দেশনা স্থির করেও রাখা যাবে। একইভাবে প্রতিদিনের কর্মকাণ্ড চশমায় সেভ করে রেখে সময়মতো শুধু সেটি দেখে নিলেই চলবে।
মূলত সানগ্লাসের সঙ্গে যুক্ত কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে এর পুরো সফটওয়্যার। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত সানগ্লাসটি ওপরের অংশে প্রয়োজনীয় তথ্য প্রদর্শিত হবে। ফেসবুকে আমি


Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
ব্রণ: শরণাপন্ন হোন ডাক্তারের

ব্রণ মেছতা টিনেজারদের কমন একটি সমস্যা। অনেকেই এ নিয়ে বিশাল চিন্তায় পড়ে যান। এটা সেটা লাগিয়ে মুখের বারোটা বাজান! এ...

Close