• hi

শুধু কথা বলে আপনার পিসি চালান মাউস, কি বোর্ড ছাড়াই [ শুধু হেডফোন আর কথা বলতে জানলেই হবে]

hi

জিনিস টা আমার কাছে একটু নতুন মনে হল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ।

এবার কাজের কথাই  আসি ।এর মাধ্যমে আপনি হেডফোন দিয়ে পিসি চালাতে পারবেন । মাউস কিবোর্ড এর কোন প্রয়োজন নাই । আর এটা খুব সহজ । এর মাধ্যমে আপনার ইংরজিতে দক্ষতা বাঢ়বে। এটাই আপনি শুধু মুখ দিয়ে হেডফোনে কথা  বলবেন আর যা করার পিসি করবে । বিশ্বাস না হলে টেরাই করে দেখেন । আর এটা করার জন্য যা করা লাগবে …….

প্রথমে Control Panel এ যান ।

এরপর  Ease of Access ।

এরপর    Speech Recognition ।

এরপর start  Speech Recognition এ কিলিক করে start করুন ।

আপনার কাজ শেষ । এখন ভাল মত জাণার জন্য নিচের গুলা অনুসরণ করুন ।

এবার ট্রেনিং এ পালা ।

এরপর set up a microphone click করুন । < next < next < এরপর এই লাইন টা পুরাপুরি পড়েন  peter dictates to his computer …….

ঠিকমত পড়া হলে আবার finish আসবে

এরপর take speech tutorial  এ ক্লিক করে আপনার কন্ঠসর কম্পিউটার কে জানিয়ে দিন এভাবে

এখানে  যা বলে তা অনুসরন করুন । অবশ্যই মাওস বা কিবোর্ড use করবেন না । হেডফোন  দিয়ে বলবেন । এটা ভাল মত শেষ করতে পারলে আপনি এবার মাওস বা কিবোর্ড কে টা টা জানাতে পারেন । এখানেই আপনি অনেক নিয়ম শিখে যাবে নন । তাই এটা মনযোগ দিয়ে পড়বেন । পারলে কয়কেবার ।

এরপর  train your computer to better understand u  কিলিক করনে ।  এখানে দুই টা টপিক পাবেন । একটা শেষ হলে আরেকটা পাবেন ।

দুই  no টপিক

এভাবে শেষ করুন ।

এবার দেখি এটা কি ভাবে কাজ  করে ।  যেমন আমি my gallary তে কিলিক করবো । তাই বললাম click my gallury , r তখন এই টা আসবে

এর ১ বললেএই টা আসবে ,

এবার ok বলুন । দখবনে inter  হয়ছে ।

এভাবে অন্য ফোল্ডার গুলো ওপনে করতে পারবেন ।

ফেসবুকে আমি


1 Comment on শুধু কথা বলে আপনার পিসি চালান মাউস, কি বোর্ড ছাড়াই [ শুধু হেডফোন আর কথা বলতে জানলেই হবে]

  1. ami eta agei jani…eta only win 7 er jonno

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি। এসব কি একবার চেপেই বিভিন্ন সফটওয়্যারে নানা রকম কাজ করা যায়।

F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা...

Close