• hi

ইন্ডিয়ান পুরুষের লিঙ্গ আর্ন্তজাতিক কনডম সাইজ থেকে ছোট

hi
undefined
ভারতের কাউন্সিল ওপ মেডিকেল রিসার্সের ২ বছর গবেষনায় দেখা যায় ৬০% পুরুষের লিঙ্গ  ৩ থেকে ৫ সেন্টিমিটারের মধ‌্যে যা আন্তর্জাতিক মানের তৈরি কনডমের সাইজের থেকে ছোট।
ভারতের বাজারে প্রচলিত ইন্টারন্যাশনাল সাইজের কনডমগুলো সে দেশের পুরুষের জন্য বড় হয়ে যাচ্ছে। লিঙ্গ ছোট কিন্তু কনডম বড় হওয়ায় অনেকে বিপাকে পড়েছে। এ ব্যাপারে ইন্ডিয়ান মেডিকেল রিসার্সার চাদ্র পুরি BBC কে বলেন, “ইন্ডিয়ান পুরুষের ছোট ছোট লিঙ্গের জন্য কাস্টম সাইজের কনডম বানানো এখন খুব দরকারি হয়ে পড়েছে, কারন এমনিতেই ইন্ডিয়া এইডস আক্রান্ত দেশের শীর্ষে রয়েছে।”
অন্যদিকে লুজ কনডমে যৌন মিলনে শান্তি না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে ইন্ডিয়ার অনেক পুরুষ। তারা এ ব্যাপারে লজ্জায় কাউকে বলতেও দ্বিধা বোধ করায় সমস্যা আরো তীব্র হচ্ছে। তা ছাড়া এর HIV যুকি অনেক থেকে থাকে বলে জানান ডাঃ পুরি।

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
জাপানের লিঙ্গ মেলা

দিগ্বিজয়ী গ্রীক বীর আলেকজান্ডার ভারতবর্ষ বিজয়ের পর নাকি তার সেনাপতিকে বলেছিলেন, সেলুকাস কি বিচিত্র এই দেশ! আলেকজান্ডার ভারতবর্ষের শিব লিঙ্গ...

Close