• hi

অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা যে কারণে কখনওই নেশা নয়

hi

অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা যে কারণে কখনওই নেশা নয়অতিরিক্ত পর্ণোগ্রাফি দেখা আদৌ কোনও নেশা নয় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রমান করল আধুনিক একটি গবেষণা৷ ‘বায়োলজিকাল সাইকোলজি’র একটি রিপোর্টে এই তথ্য প্রকাশিত পেয়েছে৷ গবেষকরা জনিয়েছেন, অতিরিক্ত পর্নোগ্রাফি দেখলে একজনের মস্তিষ্কে এমন কোনও বিশেষত্ব লক্ষ্য করা যায় না যা থেকে তাকে অ্যাডিক্ট বা নেশাগ্রস্ত বলা চলে৷ এই গবেষণায় বলা হয়েছে, একজন ড্রাগ অ্যাডিক্ট ব্যক্তিরমস্তিষ্কে ড্রাগের ছবি দেখলে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার পুরোপুরি উল্টো প্রতিক্রিয়া দেখা যায় অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে৷

একথা সত্যি যে কিছু মানুষকে ‘‘হাইপার সেক্স্যুয়াল’’ আচরণকরতে দেখা যায়৷ তারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখেন যার ফলে তাদের সুস্থ সম্পর্ক, কর্মক্ষেত্রে কুপ্রভাব পড়ে৷ কিন্তু নেশার নিউরোলজিক্যাল সংজ্ঞা অনুযায়ী, নেশাগ্রস্তদের মস্তিষ্কে এমনকিছু প্রতিক্রিয়া দেখা যায় যার ফলে মানুষ নিজেদের জীবনের ওপরে ওই নেশার সুফল খুঁজতে চেষ্টা করে৷

গবেষকরা কিছু সংখ্যক পুরুষ এবং মহিলাদের নিয়ে একটি পরীক্ষা করেন৷ তাদের মধ্যে কিছু মানুষ ‘হাইপার সেক্সুয়াল’ শ্রেণির অন্তর্গত৷ তাদের ড্রাগের কিছু ছবি এবং পর্নোগ্রাফির কিছু ছবি দেখানো হয়৷ কিন্তু লক্ষ্য করা যায় ওই সব ব্যক্তিদেরমস্তিষ্কের যে পরিবর্তন ড্রাগের ছবিতে দেখা গিয়েছে তার ঠিক বিপরীত প্রতিক্রিয়া দেখা গিয়েছে পর্নোগ্রাফির ছবি দেখানোর সময়৷

এই পরীক্ষা থেকে এই তথ্য প্রমাণ করা গিয়েছে যে হাইপার সেক্স্যুয়াল আচরণ কোনও নেশা নয়৷ তবে এই সমস্যার জন্যও সাইকোলজিকাল চিকিৎসা করা যেতে পরে তবে তা নেশা ছাড়ানোর চিকিৎসা থেকে একেবারেই ভিন্ন৷


1 Comment on অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা যে কারণে কখনওই নেশা নয়

  1. Amar nam bireshwar age- 17 amar lingo ta aktu nicher dike baka ki korle soja hobey

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


hi
online partners namaj.info bd news update 24 Add

Read previous post:
জেনে নিন, কি খাবার খেলে সেক্স উত্তেজনার চরমে পৌঁছায় ?

শরীরের বিভিন্ন পুষ্টি পূরণে আমরা প্রতিদিনই অনেক ধরনের খাবার খেয়ে থাকি কিন্তুসবাই জানি কি কোন ধরনের খাবার আমাদের সেক্স বাড়াতে...

Close